জোড়া বনধের ধাক্কায় বিপর্যস্ত জলপাইগুড়ির স্বাভাবিক জনজীবন , বনধ ঘিরে অশান্তির খবর নেই - nagariknewz.com

জোড়া বনধের ধাক্কায় বিপর্যস্ত জলপাইগুড়ির স্বাভাবিক জনজীবন , বনধ ঘিরে অশান্তির খবর নেই


 

প্রদ্যুত দাস,জলপাইগুড়ি ,৮ ডিসেম্বর : জোড়া বনধের ধাক্কায় মঙ্গলবার জনজীবন স্তব্ধ জলপাইগুড়ি জুড়ে । একদিকে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিরোধীদের ডাকে দেশ জুড়ে ভারত বনধ । অন্যদিকে সোমবার  যুবমোর্চার উত্তরকন্যা অভিযানে এক দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির উত্তরবঙ্গ বনধ । বনধ সফল করতে সকাল থেকেই রাস্তায় নামতে দেখা যায় বিজেপি ও বিভিন্ন বামপন্থী কৃষক ও শ্রমিক সংগঠনের সদস্য সমর্থকদের । 

জোড়া বনধে বিপর্যস্ত জনজীবন

শাসক তৃণমূল কৃষি আইনের প্রতিবাদে ডাকা ভারত বনধের প্রতি নৈতিক সমর্থন জানালেও বনধে জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের রাস্তায় রাস্তায় কড়া নজরদারি চালায় পুলিশ। শহরের দোকানদার ,বাজার , মল সহ যাবতীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ । সরকারি বাস চলাচল করলেও বেসরকারি গণ‌পরিবহণ রাস্তায় নামে নি । সরকারি বেসরকারি ব্যাঙ্ক ,বীমা এবং ডাকঘরে কাজ হয় নি ।  রাজ্য সরকারের দফতর গুলি অবশ্য খোলাই ছিল । শহরের প্রধান প্রধান রাস্তায় অন্য দিনের মতো ব্যস্ততা চোখে পড়ে নি । সকালের দিকে শহরের কদমতলা এলাকায় বিজেপি সমর্থকেরা সরকারি বাস চলাচলে বাধা দিলে একটু উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে । বনধকে কেন্দ্র করে জেলার কোনও জায়গা থেকেই বড়‌ কোনও অশান্তির খবর পাওয়া যায় নি। রোড স্টেশন দিয়ে ট্রেন চলাচল কোনও বিঘ্ন ঘটে নি । ডেঙ্গুয়াঝাড় চাবাগানে স্বভাবিক কাজ হয়েছে বলে খবর পাওয়া গেছে । 

ভারত বনধের সমর্থনে রাস্তায় বামপন্থীরা
জলপাইগুড়ির কদমতলায় বিজেপি সমর্থকদের পিকেটিং

     নিজস্ব ছবি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *