উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে অগ্নিমিত্রা পল || রাত তিনটেয় ময়নাতদন্ত কেন ? প্রশ্ন বিজেপি নেত্রীর || দেহ নিতে চাপ দিচ্ছে পুলিশ - অভিযোগ উলেন রায়ের পরিবারের সদস্যদের - nagariknewz.com

উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে অগ্নিমিত্রা পল || রাত তিনটেয় ময়নাতদন্ত কেন ? প্রশ্ন বিজেপি নেত্রীর || দেহ নিতে চাপ দিচ্ছে পুলিশ – অভিযোগ উলেন রায়ের পরিবারের সদস্যদের


প্রদ্যুত দাস,জলপাইগুড়ি,১৩ ডিসেম্ববর : দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি থেকে সরে আসতে উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে পুলিশ । রবিবার এমন‌ই অভিযোগ আনলেন ভারতীয় জনতা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল । এদিন জলপাইগুড়ির গজলডোবায় প্রয়াত উলেন রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা দেবী । সাংবাদিকদের সামনে এক‌ই অভিযোগ করেন উলেন রায়ের দিদি শান্তিবালা রায়দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে তাঁরা হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন শান্তিবালা দেবী । 

উলেন রায়ের বিধবা স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন অগ্নিমিত্রা পল
এদিন সন্ধ্যায় গজলডোবা এলাকায় উলেন রায়ের বাড়িতে গিয়ে মৃতের স্ত্রী ও তিন নাবালক সন্তানকে সান্ত্বনা দেন বিজেপি নেত্রী । পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি । অগ্নিমিত্রা পাল মৃতের বাড়িতে পৌঁছাতে‌ই এলাকার মানুষ ভেঙে পড়েন । উলেন রায়ের বাড়ি থেকে ফেরার আগে সাংবাদিকদের সামনে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অভিযোগ করেন, ” উলেন রায়ের দেহ এখনও মর্গে পড়ে আছে । আমরা ভিডিও দেখেছি, পুলিশ তাঁকে গুলি করে মারছে । আমাদের কাছে সেই ভিডিও  আছে । যারা গুলি করে মারলো তারাই আবার বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করেছে ।” 

মৃত বিজেপি কর্মীর বাড়িতে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী


অগ্নিমিত্রা পল বলেন, “ আমরা চাই দেহের সেকেন্ড পোস্ট মর্টেম হোক ।  সরকার বলছে বিজেপি মেরেছে। এত‌ই যদি কনফিডেন্স থাকে তবে পুলিশ কেন লুকিয়ে লুকিয়ে রাত  তিনটের সময়  ময়নাতদন্ত করল ? “  উলেন রায়ের দেহ ময়নাতদন্তের সময় পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন বলে পুলিশ দাবি করলেও তা খারিজ করে দিয়েছেন বিজেপি নেত্রী । মৃতের বাড়িতে দাঁড়িয়ে রবিবার সন্ধ্যায় অগ্নিমিত্রা পল দাবি করেন, ” ময়নাতদন্তের সময় তারা কেউ উপস্থিত ছিলেন না বলে উলেন বাবুর পরিবারের লোকেরা তাঁকে জানিয়েছেন “। রাস্তা থেকে দু’জন লোককে ধরে এনে পুলিশ মিথ্যে গল্প সাজাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।

উলেন রায়ের বাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি অগ্নিমিত্রা পাল

এদিকে প্রশাসন থেকে চাপ আসলেও দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে অনড় উলেন রায়ের পরিবারের সদস্যরা। নিম্ন আদালত থেকে ময়নাতদন্ত নিয়ে মনমতো নির্দেশ না পেলে হাইকোর্টে যাওয়ার কথাও ভাবছেন মৃতের‌ পরিজনেরা । উলেন রায়ের দিদি শান্তিবালা রায় অভিযোগ করেন, ” ডেলি ধমকি দেবার আসিছে পুলিশ প্রশাসন । কালকেও দুইটা গাড়ি নিয়ে আসছে । তাইলে এইটা কি  হামার বিচার হ‌চে ? ”  চাকরি , পরিবারের দায়িত্ব কিম্বা উলেন রায়ের নাবালক ছেলেমেয়েদের পড়ালেখার খরচ  – প্রশাসনের দেওয়া কোনও কিছুর বিনিময়েই তারা দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি থেকে সরে আসবেন না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন শান্তিবালা দেবী ।

পুলিশ ভয় দেখাচ্ছে বলে অভিযোগ উলেন রায়ের দিদির

উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায়ের মৃত্যুর ঘটনায় রাজবংশী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন প্রকৃত ঘটনা সামনে এনে সরকার  এই জটিলতার অবসান ঘটায় কিনা এটাই দেখার ।

               ছবি/ভিডিও -নিজস্ব


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *