বেহাল অবস্থা বোদাগঞ্জ-গজলডোবা সড়কের , স্থানীয় মানুষের যাতায়াত ও‌ পর্যটনের স্বার্থে সড়কটির সংস্কার চায় জলপাইগুড়ি নাগরিক মঞ্চ , বোদাগঞ্জ-গজলডোবা রাস্তা সংস্কারের দাবিতে মঞ্চের স্মারকলিপি - nagariknewz.com

বেহাল অবস্থা বোদাগঞ্জ-গজলডোবা সড়কের , স্থানীয় মানুষের যাতায়াত ও‌ পর্যটনের স্বার্থে সড়কটির সংস্কার চায় জলপাইগুড়ি নাগরিক মঞ্চ , বোদাগঞ্জ-গজলডোবা রাস্তা সংস্কারের দাবিতে মঞ্চের স্মারকলিপি



প্রদ্যুৎ দাস : জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ থেকে মিলনপল্লী হয়ে গজলডোবা এবং ভোরের আলো পর্যটন কেন্দ্র পর্যন্ত সাড়ে বারো কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরেই ।‌ অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্যরা । শুক্রবার নাগরিক মঞ্চের একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি তুলে দিয়ে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের দাবি জানান। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোবিন্দ রায় , তপনকুমার চক্রবর্তী এবং সব্যসাচী দত্ত সহ অন্যান্যরা । 

রাস্তার বেহাল অবস্থা

বোদাগঞ্জ থেকে গজলডোবা পর্যন্ত সাড়ে বারো কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে তো অসুবিধা হচ্ছেই ক্ষতি হচ্ছে পর্যটনের‌ও । জলপাইগুড়ি উন্নয়ন মঞ্চের দাবি,  রাস্তাটি চলাচল যোগ্য হলে গজলডোবায় ভোরের আলোর  পাশাপাশি দার্জিলিং , সিকিম ও ডুয়ার্সের বিভিন্ন পর্যটনস্থলে পৌঁছানোর দূরত্ব‌ও হ্রাস পাবে । স্থানীয় মানুষ এবং পর্যটনশিল্পের স্বার্থেই বোদাগঞ্জ- গজলডোবা রাস্তাটির  দিকে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন মঞ্চের সভাপতি গোবিন্দ রায়

         ছবি/ভিডিও – নিজস্ব


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *