জলপাইগুড়িতে সংগঠনের সভায় সৌমিত্র খাঁ |
শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ এবং বিধায়ক মিহির গোস্বামীর বিজেপিতে যোগদানের ঘটনায় রাজ্যের পদ্মশিবির যে উল্লসিত সৌমিত্রবাবুর কথাতেই তা পরিস্কার । শাসক দলের বিরাট সংখ্যক নেতা , মন্ত্রী এবং জনপ্রতিনিধি যে বিজেপির টোপ গেলার অপেক্ষায় শনিবার তা রাখঢাক না করেই খোলসা করে দেন বিষ্ণুপুরের সাংসদ। যুবমোর্চার রাজ্যসভাপতির কথায় , ‘ মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিলে তৃণমূলে নেতা ছিলেন দু’জন । মুকুল রায় আর শুভেন্দু অধিকারী। মুকুল রায় এখন আমাদের নেতা। শুভেন্দু অধিকারী হয়তো কয়েক দিনের মধ্যেই ইতিবাচক সাড়া দেবেন। ‘ শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়লে সুব্রত মুখোপাধ্যায় , গৌতম দেব , রবীন্দ্রনাথ ঘোষ এবং সৌরভ চক্রবর্তীর মতো নেতাদের বিজেপিতে আসতে বেশি সময় লাগবে না বলে মনে করেন সৌমিত্রবাবু । তৃণমূল ছাড়ার হিড়িক পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টিকিয়ে রাখতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন যুবমোর্চার রাজ্যসভাপতি। ভোটের আগে তৃণমূল দলটাই উঠে যাবে বলে বিদ্রুপ করতেও ছাড়েন নি সৌমিত্র খাঁ ।
ভিডিও