এনএনডিসি , ১৩ এপ্রিল,২০২১ : করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশ । তিনদিন ধরে ভারতে দৈনিক সংক্রমণের হার দেড় লক্ষের ওপরে । গতবছর করোনার প্রথম ঢেউয়ের সময়ও সংক্রমণের এত চড়া হার লক্ষ্য করা যায় নি । গত ২৪ ঘন্টায় সারা দেশে অ্যাক্টিভ কেস শনাক্ত হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬টি । এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮৭৯ জন কোভিড নাইন্টিন রোগীর। গত তিনদিন ধরে মৃতের সংখ্যা গড়ে ৭৫০ এর বেশি । এখনও পর্যন্ত করোনায় ভারতে মারা গিয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জন । এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩ । সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের ব্রাজিলকে টপকে করোনা আক্রান্তের নিরিখে ফের পৃথিবীতে দ্বিতীয় স্থানে চলে এসেছে ভারত ।
ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরে সরকারি হাসপাতালের মর্গ : করোনায় মৃতদের সার সার দেহ বাইরে পড়ে রয়েছে ,ভেতরে জায়গা নেই । |
ভাইরাল ভিডিও
করোনা সংক্রমণের ব্যাপক বৃদ্ধিতে জেরবার ছত্তীসগঢ় সরকার । রাজ্য জুড়ে রোজ গড়ে ১০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। দৈনিক মৃত্যু হচ্ছে ৫০-৬০ জন করোনা রোগীর । কিছুদিন আগেও সংখ্যাটা ১০-২০ এর মধ্যে ওঠানামা করত । করোনায় মৃতের সংখ্যা অস্বাভাবিক ভাবে বাড়তে থাকায় দেহের শেষকৃত্য নিয়ে সমস্যায় পড়েছে প্রশাসন । মৃত রোগীদের শেষকৃত্যে বিলম্ব হওয়ায় মর্গে দেহ জমে যাচ্ছে । এখন মর্গের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষেও আর দেহ রাখার জায়গা না হওয়ায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । বাধ্য হয়ে বাইরেই বভিব্যাগে পুরে দেহ ফেলে রাখতে বাধ্য হচ্ছেন মর্গের কর্মীরা ।
সাংবাদিক অনুরাগ ডিওয়ারির ট্যুইট । |
Video & Photo Courtesy – Twitter