জলপাইগুড়ি : ১৫ থেকে ১৮ বছর বয়সী সকলকে কোভিডের টিকা দেওয়া হবে বলে দিন কয়েক আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরের শুরু থেকেই সারা দেশে এই কার্যক্রম আরম্ভ হবে। জলপাইগুড়ি পুরসভা এলাকায় আগামী ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হবে। শুক্রবার এই খবর জানালেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয় দিয়ে পড়ুয়াদের ভ্যাকসিনেশনের প্রক্রিয়া শুরু হবে। ধাপে ধাপে সব স্কুলেই টিকা দেওয়ার কাজ শুরু হবে জানান তিনি। জলপাইগুড়ি পুরসভা এলাকায় আঠারোর্ধ্ব নাগরিকদের ৯০ শতাংশের প্রথম ডোজ এবং ৭০ শতাংশের দ্বিতীয় ডোজ টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন সৈকতবাবু।
সৈকত চট্টোপাধ্যায় বলেন, জলপাইগুড়ি শহরে এখনও পর্যন্ত কোনও ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া যায় নি। তবে গোটা দেশে ও রাজ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানান পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান। নতুন বছরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ারও পরিকল্পনাও নিয়েছে কেন্দ্র। কোমর্বিডিটিতে ভোগা ষাটোর্ধ্ব নাগরিকদেরও জন্যও বুস্টার ডোজ বাধ্যতামূলক করেছে সরকার।
Photo & Video- Reporter.