জলপাইগুড়ি : বড়দিনের দুপুরে জলপাইগুড়ির বাবু পাড়ার একটি ফ্ল্যাট থেকে চুরির ঘটনায় এক পরিচারিকা সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। চুরি যাওয়া সোনার গহনা ও নগদ টাকার খোঁজ এখনও মেলে নি। তবে খোয়া যাওয়া অলঙ্কার ও টাকার হদিস পেতে পরিচারিকা সহ ধৃতদের থানায় জেরা করা হচ্ছে বলে জানা গেছে। শনিবার ভর দুপুরে বাবু পাড়ার আভা অ্যাপার্টমেন্টের বাসিন্দা অজয়কুমারের ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। গৃহকর্ত্রী কাপড় মেলতে আবাসনের ছাদে উঠে ছিলেন। সেই সুযোগেই চোরেরা ফ্ল্যাটে ঢুকে আলমারি খুলে লকার থেকে নগদ টাকা ও সোনাদানা বের করে নেয় । ১৭ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা চুরি যায় বলে অভিযোগ । মাত্র ১০ মিনিটের মধ্যে কাজ সেরে পালায় চোরেরা। শহরের বুকে দিনেদুপুরে এত বড় চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় নাগরিকদের মধ্যে।
ঘটনার গতিপ্রকৃতি দেখে পুলিশের ধারণা হয় চেনা জানা কেউ চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে। ধৃত পরিচারিকা ওই ফ্ল্যাটেই কাজ করেন বলে জানা গেছে। তদন্তে নেমে ফ্ল্যাটের পরিচারিকা সহ চারজনকে ধরে পুলিশ। যদিও গৃহ পরিচারিকাদের একটি দল দুপুরে কোতয়ালি থানায় গিয়ে তদন্তকারী অধিকারিকের সঙ্গে কথা বলে। ধৃত পরিচারিকা ঘটনার সঙ্গে জড়িত – এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায় নি বলে দাবি করেন তারা। তাঁকে গৃহকর্ত্রীর সন্দেহের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন অন্যান্য পরিচারিকারা।
ফিচার ফটো প্রতীকি।