কলকাতা : রবিবার কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে ভোট। ভোটের ৪৮ ঘন্টা আগেও নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে আদালতকে আশ্বস্ত করতে পারল না রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে টানাপোড়েন অব্যাহত রইল শুক্রবারও। কলকাতা ও রাজ্য পুলিশ দিয়েই ভোট সারতে চাইছে কমিশন।কিন্তু নারাজ বিজেপি। কলকাতা পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে রাজ্য বিজেপি সুপ্রিমকোর্টে গেলেও মামলা হাইকোর্টে ফেরত পাঠায় দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ । ভোটে নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার ও কমিশনের আশ্বাসেই বিশ্বাস রাখে সিঙ্গেল বেঞ্চ। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় বিজেপি। শুক্রবার মামলার দীর্ঘ শুনানির পর রায় দান স্থগিত রাখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে কিনা, শনিবারের মধ্যেই সেই নিয়ে নিজের রায় জানিয়ে দেবে আদালত ।
রবিবারই কলকাতায় ভোট। একদিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কীভাবে সম্ভব শুক্রবার শুনানিতে জানতে চান বিচারপতিরা। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) আদালতকে জানান, মাত্র ছয় ঘন্টার নোটিশেও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন সম্ভব। নির্বাচন কমিশনের চাহিদা মতোই বাহিনী দেওয়া সম্ভব বলে জানান তিনি। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে শুরু থেকেই গরজ নেই রাজ্য নির্বাচন কমিশনের। কিন্তু ভোট গ্রহণের দিন নিরাপত্তা বন্দোবস্ত কেমন হবে তা নিয়েও ডিভিশন বেঞ্চের সামনে স্পষ্ট কোনও চিত্র রাখতে পারে নি কমিশন। এই জন্য প্রধান বিচারপতির মুখ থেকে ভর্ৎসনাও শুনতে হয় রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে । কমিশন মামলাটিকে হালকাভাবে নিচ্ছে বলে কটাক্ষ করেন প্রধান বিচারপতি।
কমিশনের আইনজীবী আদালতকে জানান, ভোটের দিন মোট ২২ হাজার ৬২১জন সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। ভোটে নিরাপত্তা নিয়ে কমিশনের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে বলে আদালতের পর্যবেক্ষণ। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিচারপতিদের আশ্বস্ত করে বলেন, প্রয়োজনে আরও পুলিশ দেওয়া হবে। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার ভোটের দিন নাগরিকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বলে আদালতকে আশ্বস্ত করেন তিনি। মামলার শুনানি শেষ হলেও রায় জানায় নি ডিভিশন বেঞ্চ। শুক্রবার রাত অথবা সকালের মধ্যে রায় হবে জানিয়ে দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। কলকাতা হাইকোর্টের সাইটে রায় আপলোড করে দেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
Photo- File.