কবে আসবে শীত ? - nagariknewz.com

কবে আসবে শীত ?


নাগরিক নিউজ ,২১ নভেম্বর : একটা সময় ছিল যখন নভেম্বরের প্রথম সপ্তাহে কালীপুজো পড়লে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের মানুষ হাফ সোয়েটার কিংবা চাদর গায়ে চড়িয়ে রাতে পুজো দেখতে বেরোতেন । এখন বাতাসে ঠান্ডার আমেজ আসতে নভেম্বরের মাঝামাঝি পেরিয়ে যায় । খাতায় কলমে কার্তিক-অগ্রহায়ণ  হেমন্ত হলেও কার্তিক গেলেই তরাই ভুয়ার্সে শীতের তোড়জোর শুরু হয়ে যায় ।‌ অগ্রহায়ণের  শেষ পনেরোটা দিন তো আদতে শীতের পাওনা । শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতোই জলপাইগুড়ির আকাশ থেকে খানিকটা টাপুর টুপুর বৃষ্টি  । হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ জুড়েই এক‌ই চিত্র। আগামী ২৪ ঘন্টায় তরাই- ডুয়ার্সে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টি ঝড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সাধারণত ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায় ।  তবে বৃষ্টির সৌজন্যে তাপমাত্রা হ্রাস পাওয়ায়  জলপাইগুড়ি , শিলিগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেমন্তের এই শেষ বেলায় শীতের আগমনী অনুভব করবেন মানুষ। মেঘ কেটে গেলে আকাশ যখন ফের সাফসুতরো হবে তখন থেকেই হিমালয় পাদদেশের উত্তরবঙ্গে শীতের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে বলে মনে করছেন আবহ বিশেষজ্ঞরা ।

কবে আসবে শীত ?

                  আবহাওয়া বিজ্ঞানীর বক্তব্য

প্রতিবেদনটি তৈরিতে সাহায্য করেছেন প্রতিনিধি প্রদ্যুৎ দাস । ছবি উজ্জ্বল হোড়ের  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *