আশার আলো দেখাচ্ছে দেশি ভ্যাকসিন‌ই , ডাবল মিউট্যান্ট করোনাকেও রুখে দিতে সক্ষম ' কোভ্যাক্সিন ' - nagariknewz.com

আশার আলো দেখাচ্ছে দেশি ভ্যাকসিন‌ই , ডাবল মিউট্যান্ট করোনাকেও রুখে দিতে সক্ষম ‘ কোভ্যাক্সিন ‘


   

১৬ মে , ২০২১ : স্বদেশী ভ্যাকসিন ‘ কোভ্যাক্সিন ‘এর ওপর আস্থার অভাব আমাদের অনেকেরই । গোড়ায় দেশের অনেক  চিকিৎসক‌ও  ভারত বায়োটেকআইসিএম‌আর‘এর যৌথ উদ্যোগে প্রস্তুত কোভ্যাক্সিন টিকা নিতে রাজি হন নি । অথচ এখন ইউরোপের গবেষণা সংস্থা গুলিও কোভ্যাক্সিনের  প্রশংসায় পঞ্চমুখ । ব্রিটেনের অক্সফোর্ড অ্যাকাডেমির জার্নাল ক্লিনিক্যাল ইনফেকসস ডিজিজ জানাচ্ছে , ভারতে প্রস্তুত কোভ্যাক্সিন করোনার সবথেকে সংক্রমক তিনটি প্রজাতিকেও  রুখে দিতে সক্ষম । একটি ভারতীয় B1617, আরেকটি ব্রিটিশ B117 এবং D614G নামে আরও একটি ভ্যারিয়েন্ট , যা ইউরোপ জুড়ে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে । ভারত বায়োটেকের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এলা রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই তথ্যটি শেয়ার করেছেন ।

ক্লিনিক্যাল ইনফেকসস ডিজিজ ’ এর‌ রিপোর্টটি উল্লেখ করে সুচিত্রা এলা জানিয়েছেন , D 614 G নামক করোনা  ভ্যারিয়্যান্টের বিরুদ্ধে মানবদেহে কোভ্যাক্সিন যতটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম তার থেকে সামান্য কম কাজ দেয় করোনার ডাবল মিউট্যান্ট ইন্ডিয়ান ভ্যারিয়্যান্ট B1617 এর বিরুদ্ধে । উনিশবিশ তারতম্য বাদ দিলে করোনার অতি সংক্রমক ভারতীয় প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিনের কার্যকারিতা যথেষ্টই আশাপ্রদ বলে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি’ ও  আইসিএমআর’এর যৌথ  গবেষণায় উঠে এসেছে ।

সুচিত্রা এলার ট্যুইট ।

দেশবাসীর একাংশের সন্দেহের তালিকায় থাকা ভারতীয় কোভ্যাক্সিনকে সম্প্রতি দরাজ সার্টিফিকেট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনিও ফ্যাসিও । কোভ্যাক্সিন করোনার ডবল মিউট্যান্ট  B1617 প্রজাতিকে রুখে দিতে সক্ষম বলে জানিয়েছেন অ্যান্থনিও ফ্যাসিও । করোনার দ্বিতীয় ঢেউ ভারত জুড়ে বিধ্বংসী রূপ নিয়েছে দুই বার রূপান্তরিত কোভিড নাইন্টিনের অতি সংক্রমক ইন্ডিয়ান ভ্যারিয়্যান্টের কারণেই । এই পরিস্থিতিতে ভারতে প্রস্তুত করোনা টিকার কার্যকারিতার প্রমাণ নিঃসন্দেহে মানুষের মনে আশার সঞ্চার করবে ।


Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *