প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ১ ডিসেম্বর : হারানোর দু’মাস পর সন্তানকে খুঁজে পেলেন বাবা । জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে খোঁজ মিলল সন্তানের। মঙ্গলবার বাইশ বছরের ছেলেকে নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন অসমের নওগাঁও জেলার বাসিন্দা মৃদুল শইকিয়া ।
মৃদুল শইকিয়া ও তাঁর ছেলে পীযুষ সঙ্গে অসম পুলিশের এসআই অভিজিৎ দোলেই |
ছেলে পীযুষের মানসিক স্বাস্থ্য ভালো নয় । মাস দুয়েক আগে হঠাৎই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যায় পীযুষ । খোঁজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন মৃদুলবাবু । পীযুষের সঙ্গে ছিল একটি মোবাইল ফোন। সেই ফোনের টাওয়ারের অবস্থান অনুসন্ধানে নেমে অসম পুলিশের সাইবার সেল জানতে পারে মোবাইলটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির কোনও অবস্থানে আছে। সঙ্গে সঙ্গে মৃদুল শইকিয়াকে সঙ্গে নিয়ে গৌহাটি থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় অসম পুলিশের একটি দল ।
সোমবার জলপাইগুড়ি কোতয়ালী থানায় অনুসন্ধান টিমের সঙ্গে বাবা |
সোমবার জলপাইগুড়িতে পা দিয়েই স্থানীয় পুলিশের সাহায্য চায় অসম পুলিশের দলটি । সাংবাদিকদেরও বিষয়টি জানানো হয়। বিভিন্ন মিডিয়ায় সংবাদটি সম্প্রচার হলে এক সহনাগরিকের দেওয়া তথ্য ও হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির ভিত্তিতে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সোমবার রাত বারোটা পয়তাল্লিশ নাগাদ যুবকটিকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে ছেলেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বাবা । উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য জলপাইগুড়ি পুলিশ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছে অসম পুলিশ। ছেলেকে ফিরে পাওয়ায় খুশি মৃদুল শইকিয়া । সংবাদ মাধ্যম ও স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি
মঙ্গলবার ছেলেকে ফিরে পাওয়ারল পর অসম পুলিশের অনুুসন্ধান দলের সঙ্গে বাবা |
নিজস্ব ছবি এবং ভিডিও