পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জয়সলমীর থেকে গ্রেফতার হানিফ খান

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জয়সলমীর থেকে গ্রেফতার হানিফ খান


ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে বৃহস্পতিবার রাজস্থানের জয়সলমীর শহর থেকে হানিফ খান নামে এক মাঝবয়সীকে গ্রেফতার করল সিআইডি। ৪৭ বছরের হানিফ খান টাকার বিনিময়ে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আইএসআই-এর কাছে পাচার করত বলে জানিয়েছেন রাজস্থান পুলিশের আইজি (সিআইডি) ড. বিষ্ণুকান্ত। ধৃত হানিফ খান জয়সলমীরের বসনপীর জুনি এলাকার বাসিন্দা। গতিবিধি সন্দেহজনক হ‌ওয়ায় দীর্ঘদিন ধরেই তার উপর নজরদারি চালাচ্ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। হাতেনাতে প্রমাণ মেলার পর বৃহস্পতিবার হানিফকে গ্রেফতার করে সিআইডি।
রাজস্থানের একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভেতর থেকে চর নিয়োগ করতে টোপ দিয়ে থাকে আইএসআই। কেউ কেউ এই টোপ গিলেও ফেলে। পাকিস্তানি চরদের ধরপাকড় করতে তাই সবসময় সতর্ক অবস্থায় থাকতে হয় গোয়েন্দা সংস্থাগুলিকে। সিআইডির কড়া নজরকে ফাঁকি দিতে পারে নি পাক চর হানিফ খান। তদন্তকারীরা জানতে পেরেছেন, সামাজিক মাধ্যমের সূত্রে পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে হানিফের যোগাযোগ তৈরি হয়। সীমান্তের ওপার থেকে হানিফকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির প্রস্তাব দেওয়া হয়। প্রলোভনে পড়ে আইএসআইয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় হানিফ খান।
রাজস্থানের জয়সলমীর থেকে ধৃত পাক চর হানিফ খান। সংগৃহীত ফটো
হানিফ খানকে হেফাজতে নিয়ে জেরা করছে রাজস্থান পুলিশের গোয়েন্দা শাখা। পুলিশের ডলানি খেয়ে গোপন কথা উগড়ে দিচ্ছে হানিফ খান। এক বছরেরও বেশি সময় ধরে সে আইএসআইয়ের কাছে তথ্য সরবরাহ করছে বলে জেরায় স্বীকার করেছে এই পাক গুপ্তচর। আইজি (সিআইডি) ড. বিষ্ণুকান্ত দাবি করেছেন, ‘অপারেশন সিন্দুর’-এর সময় রাজস্থানের ভারত-পাক সীমান্ত দিয়ে সেনা চলাচল ও সেনা মোতায়েন সংক্রান্ত অনেক গোপন তথ্য হানিফ পাকিস্তানে পাচার করেছে।
হানিফ খানের মোবাইল হ্যান্ডসেট ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।‌ মোবাইল পরীক্ষা করে তদন্তকারী আধিকারিকেরা জেনেছেন, ধৃতের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দাদের নিয়মিত কথা হত। ভারত-পাকিস্তান সীমান্তে হানিফ খান ঘন ঘন যাতায়াত করত এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন স্পর্শকাতর তথ্য, ছবি আইএসআইয়ের হ্যান্ডেলারের কাছে সরবরাহ করত।
শুধু জয়সলমীর শহর থেকেই হানিফ খানকে নিয়ে মোট চারজনকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এ বছর গ্রেফতার করল পুলিশ। হানিফকে জেরা করে পাকিস্তানি চরচক্রের আরও অনেক তথ্য জানা যাবে বলে আশাবাদী তদন্তকারীরা। হাতে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে ১৯২৩-এর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করেছে রাজস্থান সিআইডি।

 

Feature graphic is representational and designed by NNDC.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *