৪ জুনের পর তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঢোকার হিড়িক পড়বে, ভবিষ্যদ্বাণী অধীরের

৪ জুনের পর তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঢোকার হিড়িক পড়বে, ভবিষ্যদ্বাণী অধীরের


কলকাতা: একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘ইন্ডিয়া’ জোট সরকার গড়লে বাইরে থেকে সমর্থন করব। আরেকবার বলছেন, “অল ইন্ডিয়া লেভেলে ‘ইন্ডিয়া’ জোট আমিই গড়েছিলাম; জোটে আছি, থাকব, ‘ইন্ডিয়া’ জোটের সরকার আমরাই গড়ব।” যদিও বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, “মমতাকে বিশ্বাস করি না। মমতা ‘ইন্ডিয়া’ জোট বেরিয়ে গিয়েছিলেন। এখন হাওয়া বুঝে ফিরতে চাইছেন।”

ছাপ্পা হয় নি দেখে কমিশনের উপর মমতার রাগ

চতুর্থ দফায় বহরমপুর কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। পাঁচ বারের সাংসদকে হারাতে এবার বহরমপুরে জাতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছিলেন মমতা। ৪ জুন বোঝা যাবে পাঠানকে দিয়ে বহরমপুরের রবিনহুডকে কাবু করতে মমতা পারেন কিনা। তবে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি। নির্বাচন কমিশন শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় ভোটে তৃণমূল ছাপ্পা-সন্ত্রাস করতে পারে নি বলে জানিয়েছেন অধীর। এই জন্যই নির্বাচন কমিশনের উপর তৃণমূল সুপ্রিমোর এত রাগ বলেও কটাক্ষ করেছেন তিনি।

সংখ্যালঘুরা তৃণমূলের থেকে সরে গেছে

মিট দ্য প্রেসে অধীর চৌধুরী বলেন, “বাংলার মানুষের কাছে তৃণমূল গ্রহণযোগ্যতা হারিয়েছে। তৃণমূলের সম্পর্কে মানুষের মোহভঙ্গ হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরাও বুঝতে পেরেছেন, মানুষ তাদের পাশে নেই।” অধীর বলেন, “বাংলায় তৃণমূলের ভবিষ্যত অন্ধকার। নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল ভেঙে হুহু করে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়বে।” রাজ্যের সংখ্যালঘু ভোটের উপর মমতা নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেন, “ইন্ডিয়া জোটের বিরোধিতা করায় মমতা এই বাংলার সমস্ত সংখ্যালঘুদের সমর্থন হারিয়ে ফেলেছেন। সংখ্যালঘু ভোট তাঁর একমাত্র পুঁজি ছিল। এখন ‘ইন্ডিয়া’ জোটকে সমর্থন করি বলে সেই সমর্থন ফিরে পেতে মরীয়া মমতা।”

‘ইন্ডিয়া’ জোটে আছি বলে পালে হাওয়া টানতে চাইছেন মমতা

তিনি ইন্ডিয়া জোটেই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “ইন্ডিয়া জোট থেকে প্রথম পালিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দ্বিতীয় পালিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ইন্ডিয়া’ জোট ৪০টির বেশি আসন পাবে না, এই ভয়ে জোট ছেড়ে পালিয়েছিলেন মমতা। এখন হাওয়া ঘুরছে বুঝতে পেরে‌ সুর পাল্টে ফেলেছেন তিনি।” অধীর চৌধুরী মনে করেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে বুঝতে পেরেই মমতা এখন থেকেই জোটের লাইনে ‘আমিও আছি’ বলে ইট পেতে রাখছেন।”

চার পর্বের ভোটগ্রহণ শেষে মমতা বুঝে গেছেন, তিনি মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছেন। তাই ইন্ডিয়া জোটকে সমর্থনের কথা বলে বাকি তিন পর্বের ভোটে হাওয়া নিজের দিকে ঘোরাতে চাইছেন। এমনটাই মনে করছেন অধীররঞ্জন চৌধুরী। অধীরের কটাক্ষ, “মমতা ভাল করেই বুঝে গেছেন, এখন যদি ইন্ডিয়া জোটের হাওয়ায় গা না ভাসাই, তবে আগামী দিনে তাঁর জন্য বড় বিপদ অপেক্ষা করছে।”

Feature Photo- Collected.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *