প্রদ্যুৎ দাস,জলপাইগুড়ি,২৪ জানুয়ারি : নো রোড । নো ভোট । রাস্তা দিন ।ভোট নিন । এই স্লোগান দিতে দিতে শেষ পর্যন্ত রাস্তাতেই নামতে হল জলপাইগুড়ি শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়া এলাকার বাসিন্দাদের । রেললাইনের পাশ দিয়ে সরু রাস্তা । এবড়ো খেবড়ো পাথর ভরা রাস্তায় পিচের প্রলেপ পড়ে নি দীর্ঘদিন । পথের একপাশে উঁচু রেললাইন। আরেক পাশে সংস্কার না হওয়া নালা । নিকাশি ব্যবস্থার এই অবস্থার কারণে প্রতি বর্ষায় জমা জলে ডুবে থাকে এলাকার দুশোটি বাড়ি । ভাঙাচোরা সরু রাস্তাটি চলাচলের অযোগ্য । অ্যাম্বুলেন্স ও দমকলের মতো জরুরী পরিষেবার গাড়িও এলাকায় ঢুকতে পারে না। বিগত তিনচার বছর যাবৎ নাগাড়ে রেল , পুরসভা ও জেলা প্রশাসনের কাছে হাজার আবেদন নিবেদন করেও রাস্তা ও নিকাশি নালার সংস্কার করাতে পারেন নি এলাকার বাসিন্দারা । রাস্তা সংস্কারে রেলের সম্মতি দরকার, এই অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনে সাড়া দেয় নি বলে নাগরিকদের অভিযোগ । রেল, পুরসভার টানাপোড়েনেই কেটে গেছে তিন-চার বছর ।
রাস্তার অবস্থা |
সামনেই ভোট । দাবি আদায়ে এবার ভোট বয়কটের আওয়াজ তুললেন স্থানীয় মানুষ । এলাকায় ভোটার সাতশোর কাছাকাছি । রবিবার দুপুরে নো রোড, নো ভোট । রাস্তা দিন , ভোট নিন ফেস্টুন নিয়ে বিক্ষোভে সামিল হলেন বামনপাড়া পাঁচ নম্বর ঘুমটি সংলগ্ন এলাকার বাসিন্দারা । এলাকায় মিছিলও করলেন আন্দোলনকরীরা। রাস্তা ও নালা সংস্কার না হলে আসন্ন নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও তারা পিছপা হবেন না বলে জানিয়ে দেন পরিষেবা থেকে বঞ্চিত বিক্ষুব্ধ নাগরিকেরা ।
নো রোড নো ভোট আওয়াজ তুলে বিক্ষোভ |