দিল্লিতে জোটের ধর্নায় সৌগতর পাশেই বিকাশ! টুইটার-ফেসবুকে ছড়া কেটে কটাক্ষ শুভেন্দুর - nagariknewz.com

দিল্লিতে জোটের ধর্নায় সৌগতর পাশেই বিকাশ! টুইটার-ফেসবুকে ছড়া কেটে কটাক্ষ শুভেন্দুর


ডেস্ক রিপোর্ট: বেঙ্গালুরুতে রাহুল, সোনিয়া, মমতা, ইয়েচুরি এক মঞ্চে দাঁড়ানোর পর থেকেই বিজেপির কটাক্ষ হজম করতে হচ্ছে বাম-কংগ্রেস শিবিরকে। বাংলার সাধারণ বাম কর্মীরা বিভ্রান্ত। নেতারাও বিপাকে।‌ এক‌ই অবস্থা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের‌ও। সোমবার মণিপুর ইস্যুতে সংসদের বাইরে ‘ইন্ডিয়া’ জোটের ব্যানারে বাম সাংসদেরা তৃণমূলের সাংসদদের সঙ্গে বিক্ষোভে শামিল হতেই সামাজিক মাধ্যমে ফোড়ন কাটলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবারের গণশক্তির প্রথম পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত একটি বেসরকারি সংস্থার চার কলামের বড় বিজ্ঞাপন‌ও ছাপা হয়েছে। নিজের টুইটার হ্যান্ডেলে এই ছবিটি শেয়ার করেছেন শুভেন্দু। পাশে আরও একটি ছবি। ছবিতে সংসদ ভবনের বাইরে বিরোধীদের বিক্ষোভে ‘সেভ মণিপুর’ লেখা ‘প্ল্যাকার্ড’ হাতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাশেই বসে থাকতে দেখা যাচ্ছে সিপিএমের রাজ্যসভা সদস্য বিকাশ ভট্টাচার্যকে। ছড়া কেটে শুভেন্দুর কটাক্ষ -“পঞ্চায়েত ভোটে কর্মীরা গেলো মারা/ কিন্তু ঘাসফুলেই মজে কাস্তে-হাতুড়ি-তারা!” সঙ্গে সংযোজন- ‘তোলামূলী কমরেডদের হাত ধরার পথ প্রশস্ত হচ্ছে-“

শুভেন্দু অধিকারীর টুইট।

এদিন সংসদের বাইরে ইন্ডিয়া জোটের ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সব সাংসদ উপস্থিত ছিলেন।‌ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লোকসভায় কংগ্রেসের নেতা। তিনিও ছিলেন কর্মসূচিতে। এই সে’দিন পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েও অধীরকে বিদ্রূপে ভরিয়ে দিয়েছিলেন অভিষেক। দলীয় বাধ্যবাধকতার কারণে বিক্ষোভ থেকে নিজেকে দূরে রাখতে পারেন নি অধীর‌ও। বামেদের বিড়ম্বনা অধীর চৌধুরীর থেকেও বেশি। রাজ্যে বিজেপিকে সরিয়ে তৃণমূল বিরোধী রাজনীতির প্রধান শক্তি হতে চায় বামেরা। কিন্তু মমতার সঙ্গে সীতারাম ইয়েচুরিকে এক মঞ্চে দেখা যাওয়ায় নিচুতলার বাম কর্মীরা নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট।

শোনা যাচ্ছে কর্মীদের ক্ষোভ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সেলিম-সুজনদের কপালে। দলের নিচুতলাকে রাজনৈতিক পরিস্থিতি বোঝাতে আলিমুদ্দিন নাকি ক্লাসের‌ও ব্যবস্থা করেছে। তবে তাতে‌ তৃণমূলের হাতে মার খাওয়া কর্মী-সমর্থকদের মন কতটা গলবে তা নিয়ে বাম নেতৃত্বের সংশয় আছে। ইতিমধ্যেই মমতা বামেদের বিরুদ্ধে সুর নামিয়ে ফেলেছেন। যা রাজ্য বিজেপির হাতে আর‌ও অস্ত্র তুলে দিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের হাতে নির্যাতিত বামেদের নিচু তলার কর্মীদের কাছে টানতে শুভেন্দু অধিকারী মাঠে নেমে পড়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী দলনেতার টুইট সেই ইঙ্গিত‌ই দিচ্ছে।

Photo- Twitter.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *