ডেস্ক রিপোর্ট: মুম্বাই হামলার মাসেই রাজধানী দিল্লি আক্রান্ত জঙ্গি সন্ত্রাসবাদীদের হাতে। নাশকতা যে হতে পারে, সেই আশঙ্কা ছিলই। হামলা মোকাবিলায় দেশের নিরাপত্তা এজেন্সিগুলির প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত নাশকতা ঠেকানো গেল না! কাশ্মীরের পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি ষড়যন্ত্রের জাল বিছোচ্ছে, এই খবর পেয়েই সতর্ক হয়ে গিয়েছিলেন গোয়েন্দারা। হরিয়ানার ফরিদাবাদ থেকে তিন কাশ্মীরি চিকিৎসককে গ্রেফতার ও ধৃতদের জেরা করে পাওয়া তথ্যের সূত্র ধরেই উত্তর ভারতের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সোমবার মোট ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেন তদন্তকারীরা।
বিস্ফোরক উদ্ধারের আগে-পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন চিকিৎসক সহ গ্রেফতার সাত। এরা সকলেই দুই জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ এবং আনসার ঘাজওয়াত-উল-হিন্দ-এর সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। সোমবার দিনভর ফরিদাবাদ সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাহাড় সমান বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। ওইদিন সন্ধ্যা ৬টা বেজে ৫২ মিনিটে দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ‘হুন্ডাই আই-২০’ গাড়িতে বিস্ফোরণ। ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়ে আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।
ফরিদাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতার উদ্দেশ্য নিয়ে যারা বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই করেছিল, তাদেরই একটি অংশ সোমবার সন্ধ্যার দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত বলে একাধিক প্রমাণ ইতিমধ্যেই পেয়েছে তদন্তকারী দলেরা। লালকেল্লা মেট্রোর সামনে সাদা রঙের যে ‘হুন্ডাই আই-২০’ গাড়িটিতে বিস্ফোরণ হয়েছিল বলে পুলিশের সন্দেহ, সেই গাড়ির গতিবিধির সিসি টিভি ফুটেজ খুঁজে দেখছেন তদন্তকারীরা।
যে ফরিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে তিন কাশ্মীরি চিকিৎসককে গ্রেফতার ও ৩৬০ কেজি আরডিএক্স তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ, সেই ফরিদাবাদের সঙ্গে গাড়িটির যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ গাড়িটিকে হরিয়ানার ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। পুলিশের সূত্র উদ্ধৃত করে এই খবর জানাচ্ছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। সিসি টিভি ফুটেজে সকাল ৮টা ১৩ মিনিটে বদরপুর টোল প্লাজা পেরিয়ে ‘হুন্ডাই আই-২০’ গাড়িটিকে দিল্লিতে ঢুকতে দেখা যায়। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ দিল্লির ওখলা এলাকায় মোদী মিলের সামনে গাড়িটির গতিবিধি শনাক্ত হয়। এলাকার একটি পেট্রোল পাম্পে থাকা সিসি ক্যামেরা থেকে গাড়িটির অবস্থান জানতে পারে পুলিশ।
দুপুর ৩টে ১৯ মিনিটে লালকেল্লা সংলগ্ন একটি পার্কিং লটে গাড়িটি ঢোকে বলে প্রমাণ পেয়েছে দিল্লি পুলিশ। সেখানে থেকে গাড়িটি বেরোয় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। আর ৬টা ৫২ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে সুভাষ মার্গ সিগন্যালে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। যানজট ঠেলে গাড়িটিকে ধীরগতিতে চলছে, সিসি টিভি ফুটেজে এই দৃশ্যও ধরা পড়েছে।
গাড়িটির নম্বর (HR26CE7674) প্লেটের সূত্র ধরে তদন্তে নেমে সোমবার রাতেই মহম্মদ সলমন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গাড়িটি মহম্মদ সলমনের নামেই রেজিস্ট্রেশন করা বলে জানা গেছে। জেরার মুখে সলমন পুলিশকে জানিয়েছে, সে গাড়িটি পুলওয়ামার এক বাসিন্দার কাছে বিক্রি করে দিলেও গাড়ির কাগজপত্রে মালিকানা বদলের প্রক্রিয়া এখনও শুরু হয় নি। গাড়িটির বর্তমান মালিক উমর মহম্মদ নামে পুলওয়ামার এক চিকিৎসক বলে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এনআইএ-র তদন্তকারীদের অনুমান, ব্যাপক নাশকতার উদ্দেশ্য নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ বিস্ফোরক জমা করার কাজ করছিল জঙ্গিগোষ্ঠীগুলি। ষড়যন্ত্রের আঁচ প্রথম পায় কাশ্মীর পুলিশ। কাশ্মীর পুলিশ সহ বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির যৌথ অভিযানে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার ও সাতজন গ্রেফতারের পর বাকি ষড়যন্ত্রীরা সতর্ক হয়ে যায় বলে মনে করছেন তদন্তকারীরা। আরও বহু জায়গায় বিস্ফোরক লুকোনো আছে বলে তদন্তকারীদের সন্দেহ। গাড়িতে করে বিস্ফোরক স্থানান্তর কালে লালকেল্লা মেট্রোর সামনে দুর্ঘটনা বশত বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মনে করছে এনআইএ। আবার এমনও হতে পারে, ধরা পড়ে যাওয়ার ভয়ে বাকি বিস্ফোরক নিজেরাই ইচ্ছে করে উড়িয়ে দিয়েছে জঙ্গিরা।
লালকেল্লার সামনে ‘হুন্ডাই আই-২০’ গাড়িতে যে বিস্ফোরণ ঘটেছে, তা ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ বলে নিশ্চিত হয়েছেন দিল্লি পুলিশের ফরেনসিক এক্সপার্টরা। সোমবার সকালে ফরিদাবাদ থেকেও ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ উদ্ধার করেছে পুলিশ। ফরিদাবাদ সহ অন্যত্র থেকে যে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, দিল্লি বিস্ফোরণের সঙ্গে তার যোগসূত্র পেয়ে গেছেন তদন্তকারীরা। ষড়যন্ত্রের জাল আরও কতদূর বিস্তৃত ও আরও কারা ঘটনায় জড়িত, তা খুঁজে বের করতে জোরদার তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। ঘটনায় জড়িত সবাইকে খুঁজে বের করা হবে বলে ইতিমধ্যেই দেশবাসীকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Feature image source: X handle.
আরও পড়ুন-
- বিহার ভোট: মহাগোঠবন্ধনের মহা বিপর্যয়, নরেন্দ্রকে সঙ্গে নিয়ে নীতিশের ক্ষমতায় ফেরাটা অসাধারণ!
- জেলে গিয়ে দুই কানই কাটা গেছে, ফিরে এসে পার্থ তাই এতটা নির্লজ্জ
- ফাঁস ফরিদাবাদ মডিউল, হিন্দুস্তানের বিরুদ্ধে চার চিকিৎসকের জিহাদ!
- বড় জঙ্গি হামলার ষড়যন্ত্র ভেস্তে দিল দেশের নিরাপত্তা বাহিনী, অথচ কুৎসিত সমালোচনায় মেতে বিরোধীরা!
- ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার ও দিল্লিতে গাড়িতে বিস্ফোরণ! তদন্তে ক্রমেই স্পষ্ট হচ্ছে যোগসূত্র