ইনফোয়ানা ফিচার: অক্টোবর মাসের শুরুতে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি এলেই উত্তরবঙ্গের মানুষ প্রমাদ গোনেন। ৫৭ বছর আগে কোজাগরী লক্ষ্মীপুজোর রাতেই প্রলয়ঙ্করী বন্যায় ভেসে গিয়েছিল গোটা জলপাইগুড়ি শহর সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞে ১৯৬৮ সালের ৪ অক্টোবর জলপাইগুড়িতে তিস্তা নদীর বন্যা দেশে বন্যার সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছিল বললে ভুল হবে না। আটষট্টির মহাপ্লাবন নিয়ে জানতে ভিডিওটি দেখুন-
Feature graphic is representational and designed by NNDC. Video credit: Infoyana Youtube channel.