বিশেষ প্রতিবেদন: ১৯৪৬-এর ১৬ অগাস্ট মুসলিম লিগের ডাকা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’-কে কেউ যদি প্রমাণ করার চেষ্টা করে হিন্দু মহাসভার চক্রান্ত; সে যেই হোক বলতে বাধ্য হচ্ছি, তাঁর শিরায় কোনও না কোনও ভাবে খাজা নাজিমুদ্দিন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গরম খুন বইছে। ছেচল্লিশের দাঙ্গার পেছনে কংগ্রেস নেতৃত্বেরও কোনও উস্কানি ছিল না। হ্যাঁ, গান্ধী-নেহেরুর ঔদাসীন্য ছিল। জিন্নাহ যে ডেসপারেটলি একটা ভয়ঙ্কর খেলায় মেতে উঠতে চলেছেন, এটা অনুধাবন ও প্রতিরোধ করতে নেহরু-গান্ধী ব্যর্থ হয়েছিলেন। ব্রিটিশ প্রশাসন বিশেষ করে অবিভক্ত বাংলার ছোটলাট স্যার ফ্রেডরিক জন ব্যারোজের ভূমিকা ছিল ন্যক্কারজনক।
জিন্নাহ কি জানতেন না কলকাতায় মুসলমানরা দাঙ্গা শুরু করলে হিন্দুরা হাত গুটিয়ে বসে থাকবে না, পাল্টা দেবে? খুব ভাল করেই জানতেন। জেনেই তিনি পরিকল্পনা করেছেন। সে সময় কলকাতার জনসংখ্যা ছিল চল্লিশ লক্ষ চৌষট্টি হাজার। মুসলমানদের সংখ্যা ছিল ২৩-২৪ শতাংশ। কিন্তু প্রাদেশিক সরকারটা ছিল মুসলিম লিগের। কলকাতায় মুসলমানদের দিক থেকে আঘাত যত জোরে হবে হিন্দুদের দিক থেকে প্রত্যাঘাত তার থেকে জোরে হবে- এই হিসেব লিগের নেতাদের মাথায় ছিল বলেই তাঁরা ডাইরেক্ট অ্যাকশন বা হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ শুরুর জন্য মিশ্র জনসংখ্যার কলকাতাকেই বেছে নিয়েছিলেন।
১৬ অগাস্ট বিকেল থেকে শুরু হওয়া দাঙ্গায় ঠিক কত জীবনহানি হয়েছিল পরিষ্কার কোনও হিসেব নেই। একটি হিসেবে কমপক্ষে বিশ হাজার মানুষ খুন হয়ে যায় তিনদিনের দাঙ্গায়। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের পরেই পেশোয়ার থেকে নোয়াখালী- সাম্প্রদায়িক দাঙ্গা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মানুষের খুনে লাল হয়ে যায় দেশের মাটি। বাতাস ভারী হয়ে ওঠে সম্ভ্রমহারা নারীদের কান্নায়। কংগ্রেস নেতৃত্ব বাপ-বাপ ডাক ছেড়ে দেশভাগে সম্মতি দেন। কলকাতার মতো মহানগরীতে ভয়ঙ্কর outburst হলে তার অভিঘাত যে সারা ভারতে দ্রুত ছড়িয়ে পড়বে, সেই বুদ্ধি জিন্নাহর ছিল। দেশের অন্য কোনও শহরে বা গ্রামে এই মাপের কমিউনাল ভায়োলেন্স তৈরি করে দেশ জুড়ে সম পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করা মুসলিম লিগের জন্য সম্ভব নাও হতে পারত।
কেউ কেউ যে রসিকতা করে বলছেন, অবিভক্ত বঙ্গের প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী সোরওয়ার্দী সাহেবের বাগানবাড়িতে যাদের মা-মাসি, ঠাম্মা-দিদাদের যাতায়াত ছিল, তারাই কেবল দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের পেছনে হিন্দু মহাসভা, অবাঙালি মাড়োয়ারি সম্প্রদায় বা বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের হিন্দু নেতাদের ইন্ধন দেখতে পায়; তাঁদের দোষ দিই কীভাবে।
Feature graphic is representational and designed by NNDC.