ইনফোয়ানা ফিচার: ব্রহ্মকেই জগতের আদি কারণ, উৎস ও পরম চৈতন্য বা সুপ্রিম কনশাসনেস হিসেবে বর্ণনা করেছে উপনিষদ। শ্বেতাশ্বতর উপনিষদে শিবের স্বরূপকেই পরম ব্রহ্ম বা পরম চৈতন্য বলা হয়েছে। ‘ ‘যদাহতমস্তন্ন দিবা ন রাত্রির্নসন্ন চাসচ্ছিব এব কেবলঃ‘– অর্থাৎ তিনি জন্মরহিত, শাশ্বত, সর্বকারণের কারণ। তিনি স্বরূপে বর্তমান। সমস্ত জ্যোতির জ্যোতি। তিনি তুরীয়, অন্ধকারেরও অতীত এবং অনাদি ও অনন্ত। মহাশিবরাত্রিতে ভগবান শিবের মাহাত্ম্য জানতে ভিডিওটি দেখুন-