ইনফোয়ানা ফিচার: জগতে সত্যিকারের গণতান্ত্রিক যদি কিছু হয়ে থাকে, তবে তা ভাষা। গণতন্ত্র রাষ্ট্র গঠনের একমাত্র শর্ত কোনও কালেই ছিল না। এখনও নেই। কিন্তু ভাষা ধরে রাখে একমাত্র মানুষ। মানুষের বাগযন্ত্র। একটা ভাষা যত বড় ধ্রুপদীই হোক, মানুষ যদি ভাষাটিকে ত্যাগ করে, তবে সেই ভাষার মৃত্যু ঠেকায় কে। পৃথিবীর বহু ধ্রুপদী ভাষা প্রায় লুপ্ত হয়ে গেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভিডিওটি আপনাদের জন্য-
Video Credit: Infoyana YouTube channel. Feature graphic designed by UKD.