Paris Olympics 2024: তিরন্দাজির মহিলা দলগততে কোয়ার্টার ফাইনালে ভারত

Paris Olympics 2024: তিরন্দাজির মহিলা দলগততে কোয়ার্টার ফাইনালে ভারত


কোয়ালিফাইং রাউন্ডের যে গ্রুপে ভারতকে খেলতে হয়েছে, সেই বিভাগে প্রথম স্থানে আছেন দক্ষিণ কোরিয়ার মহিলা তিরন্দাজরা। দক্ষিণ কোরিয়ার স্কোর ২০৪৬ পয়েন্ট। ১৯৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিন। তিন নম্বরে শেষ করেছেন মেক্সিকোর তিরন্দাজরা। তাদের পয়েন্ট ১৯৮৬। ১৯৮৩ পয়েন্ট নিয়ে ভারত চতুর্থ। আর মাত্র চার পয়েন্ট বেশি পেলেই মেক্সিকোকে টপকে তৃতীয় হতে পারতেন ভারতের তিরন্দাজরা। কোয়ালিফাইং রাউন্ডেই ২০৪৬ পয়েন্ট স্কোর করে অলিম্পিক্সে নতুন রেকর্ড করে ফেলেছে দক্ষিণ কোরিয়া।

তির ছুঁড়ছেন অঙ্কিতা ভকত। অলিম্পিক্সে তিরন্দাজির মহিলা দলগত বিভাগে দেশকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিতে বড় ভূমিকা রেখেছেন অঙ্কিতা। ছবি: এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

তিরন্দাজির মহিলা দলগত বিভাগে এ’দিন ভারতের হয়ে সবথেকে বেশি স্কোর তুলেছেন অঙ্কিতা ভকত। ৬৬৬ পয়েন্ট স্কোর করেছেন অঙ্কিতা। ভজন কৌরের স্কোর ৬৫৯ পয়েন্ট। দীপিকা কুমারী ৬৫৮ পয়েন্ট স্কোর করেছেন। মহিলাদের দলগত বিভাগের শেষ আটে ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে টক্কর দিতে হবে ভারতকে। কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হ‌ওয়ার সম্ভাবনা ভারতের। তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়ার ধারেকাছে কেউ নেই। এখনও পর্যন্ত অলিম্পিক্স থেকে রেকর্ড ২৭টি সোনা জয় করেছেন দক্ষিণ কোরিয়ার তিরন্দাজরা।

দলগত বিভাগে ভারতের মহিলা তিরন্দাজরা সাফল্য পেলেও ব্যক্তিগত ইভেন্টে দাগ কাটতে ব্যর্থ। তবে সামান্য ব্যবধানে সেরা দশ থেকে ছিটকে যান অঙ্কিতা ভকত। ৬৬৬ পয়েন্ট স্কোর করে একাদশ হয়েছেন বছর ছাব্বিশের অঙ্কিতা। ৬৫৯ পয়েন্ট স্কোর করে ভজন কৌর ২২তম স্থানে। ৬৫৮ স্কোর নিয়ে দীপিকা কুমারী শেষ করেছেন ২৩ তম স্থানে।

একটি সোনা সহ সাতটি পদক জয়ের সুবাদে ২০২০-র টোকিও অলিম্পিক্সে সবথেকে সেরা পারফর্মেন্স ভারতের। জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছিল ভারতের পুরুষ হকি দল। ১৯৮০-র মস্কো অলিম্পিক্সে পুরুষ হকিতে সোনা জিতেছিল ভারত। ৪১ বছর পর অলিম্পিক্সে ভারতের আবার পদক জয় টোকিওতে। পদক সংখ্যায় প্যারিসে টোকিও অলিম্পিক্সকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়তে পারবে ভারত? অনেক আশা নিয়ে প্যারিসের দিকে তাকিয়ে ১৪৫ কোটি ভারতবাসী।

Feature image source: X handle.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *