১৫ হাজারকে যিনি ৬৫ হাজার কোটিতে পরিণত করতে পারেন, তাঁকেই তো বাজিগর বলে

১৫ হাজারকে যিনি ৬৫ হাজার কোটিতে পরিণত করতে পারেন, তাঁকেই তো বাজিগর বলে


ইনফোয়ানা ফিচার: ভারতের সর্ববৃহৎ প্রাইভেট সেক্টর কর্পোরেশনের নাম ‘রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ’। রিলায়েন্স সাম্রাজ্যের অধীনে আড়াইশোটির‌ও বেশি কোম্পানিতে ৪ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়। মাত্র ১৫ হাজার টাকা পুঁজি দিয়ে দু’জন কর্মচারীকে নিয়ে খুড়তুতো ভাইয়ের সঙ্গে যৌথভাবে পলিয়েস্টার সুতো আর মশলার কারবার শুরু করেছিলেন ধীরুভাই আম্বানি। আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর মোট সম্পদের মূল্য ১২৩.৩ বিলিয়ন ডলার। অনন্ত-রাধিকার বিয়ের গল্প তো সারাদিন শুনছেন‌ই কিন্তু মুকেশ আম্বানির বাবা কীভাবে শূন্য থেকে শুরু করে সাম্রাজ্য গড়ে তুললেন, সেই কাহিনী শুনবেন না? সেই গল্প‌ই এই ভিডিওতে-

Feature graphic is representational and created by NNDC. Video Credit- Infoyana YouTube channel.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *