বিশেষ প্রতিবেদন: ঊষর মরুরাজ্যের তপ্ত বায়ুতে বসন্তের মনোরম বাতাস বইতে শুরু করেছে একটু একটু করে। অর্থাৎ রক্ষণশীলতার চাদর সরিয়ে উদারতাকে ধীরে ধীরে আবাহন করছে সৌদি আরব। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন আল সৌদের ভারী ইচ্ছে একটি আধুনিক, প্রযুক্তিবান্ধব, উদার ও সহনশীল রাষ্ট্র হিসেবে সৌদি আরবকে গড়ে তোলা। গোঁড়া ইসলামপন্থীরা ক্রাউন প্রিন্সের উদারপন্থায় বেজার হলেও মহম্মদ বিন সলমন তাঁর লক্ষ্যে অবিচল বলেই মনে হচ্ছে। সলমনের জামানায় সৌদি আরবের মরুভূমিতে খোলা হাওয়া কী প্রবল বেগে বইছে, রুমি আলকাহতানি নামে এক সৌদি ললনা তার জ্বলন্ত প্রমাণ। যে দেশে মুখ থেকে পর্দা সামান্য সরে গেলেই মহিলাদের পশ্চাদ্দেশে বেত্রাঘাত জুটত, সেই দেশের ২৭ বছরের যুবতী রুমি আলকাহতানি অংশ নিতে চলেছেন ‘মিস ইউনিভার্স-২০২৪’ প্রতিযোগিতায়।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছেড়ে ইউরোপ বা আমেরিকায় আশ্রয় নিতে হয় নি সৌদি সুন্দরী রুমি আলকাহতানিকে। সৌদি আরবের প্রতিনিধি হয়েই মিস ইউনিভার্সে অংশ নেবেন তিনি। রুমি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর শেয়ার করা মাত্রই দুনিয়ায় শোরগোল পড়ে গেছে। রিয়াধের মেয়ে রুমি আলকাহতানি একজন পেশাদার মডেল। নিজেকে ধাপে ধাপে মিস ইউনিভার্সের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার কম্পিটিটর হিসেবে গড়ে তুলেছেন তিনি। ইতিমধ্যেই মিস আরব ওয়ার্ল্ড পিস, মিস উওম্যান, মিস মিডল ইস্ট এবং মিস প্ল্যানেট সহ অনেক আঞ্চলিক ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে শিরোপা ছিনিয়ে এনেছেন রুমি আলকাহতানি। এবার মেক্সিকোতে অনুষ্ঠেয় ‘মিস ইউনিভার্স -২০২৪’এর মঞ্চে বড় সাফল্য চান এই আরব সুন্দরী।
সারা বছরই ব্যস্ত সময় কাটান রুমি। বিভিন্ন ইভেন্টে যোগ দিতে ঘুরে বেড়ান এ দেশ থেকে সে দেশে। কয়েক সপ্তাহ আগেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে তাঁকে দেখা গেছে। সেখানে তিনি বলেছেন, “বিশ্ব সংস্কৃতির সঙ্গে আরব সংস্কৃতির আদানপ্রদানের একটি সুন্দর মাধ্যম হয়ে উঠতে চাই আমি।” রুমি আলকাহতানিই সৌদি আরবের ইতিহাসে প্রথম নারী, যিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। বছর সাতাশের এই সৌদি সুন্দরীর মিস ইউনিভার্সে অংশগ্রহণের খবর অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্প্রচার করেছে খালাজি টাইমস, আল জাজিরা এবং আল আরাবিয়া নিউজ সহ মধ্য প্রাচ্যের সমস্ত প্রধান প্রধান মিডিয়া।
রুমি আলকাহতানির ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুঁ মারলেই মালুম হয় সামাজিক প্রভাবী হিসেবে নেটিজেন মহলে তিনি কতটা জনপ্রিয়। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ওয়ান মিলিয়ন! সেখানে নিত্যই তাঁর সৌন্দর্যের ছটায় ভক্তকুলকে মুগ্ধ করে রাখেন রুমি। সব রকম পোশাকেই দিব্যি স্বচ্ছন্দ্য এই সৌদি মডেল। ‘মিস ইউনিভার্স-২০২৪’-এ রুমি আলকাহতানির অংশ নেবেন, এই খবর ভাইরাল হতেই তাঁর খ্যাতি মধ্য প্রাচ্য ছাপিয়ে ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। রক্ষণশীল মুসলমানদের কেউ কেউ যদিও বলছেন, কেয়ামতের আলামত ছাড়া এ আর কিছু নয়।
Feature image credit- Instagram profile of Rumy Alqahtani.