ডেস্ক রিপোর্ট: কিছুক্ষণ আগেই আবগারি দুর্নীতি মামলায় (delhi liquor policy case) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে ইডির আধিকারিকেরা ঢুকে পড়েন। চলে তল্লাশি ও কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ। ঘন্টা তিনেকের তল্লাশি ও জেরা শেষে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় ইডি। একই মামলায় গ্রেফতার হয়ে এক বছর ধরে জেলে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
এর আগে দিল্লি আবগারি দুর্নীতি মামলায়
ন’বার আদালতের সমন এড়িয়েছেন কেজরিওয়াল। ইডির হাতে গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কায় কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছিলেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। ধৃত কেজরিওয়ালের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। তাঁর বাসভবন ঘিরে রেখেছে দিল্লি পুলিশের বিশাল বাহিনী। আপ সমর্থকদের বিক্ষোভের আশঙ্কায় কেজরিওয়ালের বাসভবন সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও তাতে আপের কর্মী-সমর্থকদের ঠেকানো যায় নি। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশে ও দিল্লির অন্যত্র কেজরিওয়াল অনুগামীরা বিক্ষোভ দেখাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।