খোদ অখিলেশ জনাদেশ মেনে নিলেও যোগীর জয়ে কারচুপি দেখছেন মমতা!
ডেস্ক রিপোর্ট :ইউপিতে অখিলেশ হারতেই মমতার মুখে ফের ইভিএম কারচুপি তত্ত্ব! শুক্রবার বাজেট শেষে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকেরা পাঁচ রাজ্যের ভোট নিয়ে প্রশ্ন করতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” অখিলেশকে জোর করে হারানো হয়েছে। ইভিএমে কারচুপি হয়েছে। ফরেন্সিক টেস্ট হওয়া দরকার।”
উনিশের লোকসভা নির্বাচনে দল খারাপ ফল করতেই মমতা ইভিএম নিয়ে সরব হয়ে ওঠেন। ইভিএম হ্যাক করে বিজেপি জিতেছে বলে অভিযোগ করা শুরু করেন তৃণমূল সুপ্রিমো। ইভিএম হটিয়ে ব্যালটে ফেরার দাবিতে শোরগোলও তুলে দিয়েছিল তৃণমূল। যদিও ভিভি প্যাট যুক্ত ইভিএমের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর মমতার মুখে ইভিএম নিয়ে উচ্চবাচ্য বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে। উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ভোট পাঁচ রাজ্যে হলেও সবার নজর ছিল উত্তরপ্রদেশের দিকে। বেশ বড় ব্যবধানে অখিলেশ যাদবকে হারিয়ে কুর্শি অটুট রেখেছেন যোগী আদিত্যনাথ। গত ৩৫ বছরে ইউপিতে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরতে পারেন নি কোনও মুখ্যমন্ত্রী। এই ট্র্যাডিশন ভেঙে দিয়েছেন যোগী। অখিলেশের হয়ে প্রচারে উত্তরপ্রদেশ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর কেন্দ্র বারাণসীতেও প্রচারে গিয়েছিলেন। অখিলেশের বড় জয় হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন তৃণমূল সুপ্রিমো।
যোগীর সাড়া জাগানো প্রত্যাবর্তনের প্রায় চব্বিশ ঘণ্টা পরে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হারার পর খোদ অখিলেশ যাদব জনাদেশ মেনে নিলেও রাজনৈতিক সৌজন্য দেখাতে নারাজ মমতা। যোগীর জয়কে খাটো করতে ফিরিয়ে আনলেন ইভিএম কারচুপি তত্ত্ব। মমতা বলেন,” উত্তরপ্রদেশে বিজেপি যেভাবে জিতেছে তাতে ওদের ভাল হবে না। একা লড়েছে অখিলেশ। বিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছে। তারপরেও অখিলেশের ভোটের শতাংশ ও আসন অনেক বেড়েছে।”
গোয়ায় নতুন ভোর আনার লক্ষ্য নিয়ে নেমে তৃণমূলের ঝুলিতে কেবল পাঁচ শতাংশ ভোট। এদিকে পাঁচ রাজ্যের নির্বাচনে সাফল্যের পরেই মোদীর গলায় চব্বিশ নিয়ে আত্মবিশ্বাসের ছোঁয়া। দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজয়োৎসব পালন কালে নরেন্দ্র মোদী বলেন,” উত্তরপ্রদেশের ফলই জানান দিচ্ছে ২০২৪-এ কী হতে যাচ্ছে।” মোদীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রতিক্রিয়া চাইলে মমতা বলেন,” কয়েকটা রাজ্যে জিতেই ২০২৪-এর জন্য লাফাচ্ছে। বাংলায় গোহারা হেরেও লজ্জা নাই।” তবে কংগ্রেসের উপরেও আর ভরসা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। চব্বিশে বিজেপিকে হারাতে মমতার ভরসা সেই আঞ্চলিক দলেই। বিজেপিকে ঠেকাতে বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট হতে হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
Photo Credit- Official FB page of Akhilesh Yadav.