বিরোধী শূন্য হবে জলপাইগুড়ি পুরসভা,ভোট প্রচারে এসে দাবি গৌতম দেবের - nagariknewz.com

বিরোধী শূন্য হবে জলপাইগুড়ি পুরসভা,ভোট প্রচারে এসে দাবি গৌতম দেবের


জলপাইগুড়ি :রবিবার দিনভর পুরভোটের প্রচারে জমজমাট র‌ইল শহর জলপাইগুড়ি। এদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে দলের প্রার্থীদের হয়ে প্রচার করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সদ্য সমাপ্ত চার কর্পোরেশনের ভোটে শিলিগুড়িতে বিরাট জয় পেয়েছে তৃণমূল। এবার শিলিগুড়ি পুর নিগমের মেয়র হতে চলেছেন গৌতম দেব। শিলিগুড়ি জয়ের পর গৌতমের নজরে জলপাইগুড়ি জেলার তিন পুরসভা- জলপাইগুড়ি,মাল,ময়নাগুড়ি। পুরভোটে জলপাইগুড়ি বিরোধী শূন্য হবে বলে প্রচারে এসে দাবি এই হেভিওয়েট তৃণমূল নেতার।

৮ নম্বর ওয়ার্ডে প্রচারে গৌতম দেব।

সকালে ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন গৌতম দেব। ৮ নম্বর ওয়ার্ডে জোড়া ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জি। সৈকতের সমর্থনে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে পদযাত্রায় সামিল হন গৌতম দেব। সারাদিন‌ই এক ওয়ার্ডে প্রচার সেরে আরেক ওয়ার্ড চষে বেড়ালেন শিলিগুড়ির ভাবী মেয়র। খাওয়ার সময় টুকু বাদ দিয়ে রাত পর্যন্ত প্রচার চলবে বলে জানান তিনি।

শিলিগুড়ির মতো কঠিন লড়াইয়ে রেকর্ড জয় ছিনিয়ে আনার পর আত্মবিশ্বাস তুঙ্গে এই বর্ষীয়ান তৃণমূল নেতার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৌতম বলেন, ” শিলিগুড়ির মতো কঠিন জায়গায় তৃণমূল অল টাইম রেকর্ড গড়েছে। আর জলপাইগুড়ি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শহর। এখানে বিরোধী শূন্য পুরসভা হবে।”

বিরোধী শূন্য গণতন্ত্র, গণতন্ত্রের মৃত্যুর সামিল হলেও লোকসভা-বিধানসভা থেকে পুরসভা-পঞ্চায়েত, বিরোধীদের শূন্য করতেই স্বস্তি পান তৃণমূল সুপ্রিমো। ২৭ ফেব্রুয়ারির পুরভোটে জলপাইগুড়িতে তৃণমূল পঁচিশে পঁচিশ করার টার্গেট নিয়ে নেমে ঝুলিতে শেষ পর্যন্ত কটা ভরতে পারে এখন এটাই দেখার।

ভিডিওতে দেখুন-

Photo & Video- Reporter.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *