মুখ্যমন্ত্রীর ঘোষণা : পুজোর আগেই ২৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ রাজ্যে , পরে আরও সাড়ে সাত হাজার - nagariknewz.com

মুখ্যমন্ত্রীর ঘোষণা : পুজোর আগেই ২৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ রাজ্যে , পরে আরও সাড়ে সাত হাজার


লবি করার দরকার নেই । মেধাই হবে মাপকাঠি । আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা : পুজোর আগেই বড় নিয়োগ রাজ্যে । সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে উচ্চ প্রাথমিকে । ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ পাবেন প্রাথমিকে । পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী বলেন, আদালতে মামলা চলছিল বলে এতদিন শিক্ষক নিয়োগ আটকে ছিল । সেই সমস্যা মিটে যাওয়ায় এখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ।‌ পুজোর পরে আগামী মার্চের মধ্যে আরও হাজার ৫০০ শিক্ষক প্রাথমিকে নিয়োগ করা হবে ।

পুজোর আগে-পরে তিন দফায় মোট ৩২ হাজার শিক্ষক নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ইন্টারভিউয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত দের মধ্য থেকে সরাসরি এই নিয়োগ করবে রাজ্য স্কুল সার্ভিস কমিশন । চাকরি প্রত্যাশীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন , ‘ নিয়োগের একমাত্র মাপকাঠি হবে মেধা । কার‌ও কাছে লবি করার দরকার নেই ‘।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *