সংখ্যালঘু ভোট ভাগাভাগি নিয়ে ত্রস্ত মমতা ! মুর্শিদাবাদ জেলায় প্রচারে গিয়ে বাম-কংগ্রেসকে ' বিজেপির দালাল ' বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর - nagariknewz.com

সংখ্যালঘু ভোট ভাগাভাগি নিয়ে ত্রস্ত মমতা ! মুর্শিদাবাদ জেলায় প্রচারে গিয়ে বাম-কংগ্রেসকে ‘ বিজেপির দালাল ‘ বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর


বহরমপুর ,২০ এপ্রিল,২০২ : এবারের ভোট বৈতরণী পার হতে মালদহ ও মুর্শিদাবাদ জেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই দুই জেলাতেই‌ ভোট শেষ দুই দফায় যথা আগামী ২৬২৯ এপ্রিল । ভোটে জিততে সংখ্যালঘু অধ্যুষিত মালদহ ও মুর্শিদাবাদ‌ই যে তৃণমূলের বড় ভরসা তার প্রমাণ মিলল মমতার কথাতেও । মঙ্গলবার মুর্শিদাবাদ ও ভগবানগোলা আসনের দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এবারের নির্বাচনে মুর্শিদাবাদ ও মালদহকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের এখানে প্রত্যেকটা সিট জিততে হবে। অন্যান্য জেলার সাথে সাথে আপনাদের সাহায্য পেলে তবেই কিন্তু এবার আমরা সরকারটা গঠন করতে পারব । এই ক্ষেত্রে মুর্শিদাবাদের মানুষের একটা বড় ভূমিকা আছে । ‘

এদিন পরে সাগরদিঘী ও নবগ্রাম আসনের দলীয় প্রার্থীদের সমর্থনেও সভা করেন মুখ্যমন্ত্রী ।‌ মুর্শিদাবাদ জেলার প্রতিটি সভা থেকেই বাম ও কংগ্রেসের সমালোচনায় অনেকটা সময় ব্যয় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম ও কংগ্রেসকে বিজেপির দালাল বলতেও ছাড়েন নি তিনি। বাম-কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দলের জোটকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ আমি কোথাও কোথাও শুনছি ওই জোটের নামে ঘোঁট পাকানো চলছে । বিজেপির সবথেকে বড় দালাল এখন সিপিএম আর কংগ্রেস । মাথায় রাখবেন এটা । ‘ সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে গেলে তৃণমূলের বিপদ , এই রাজনৈতিক অঙ্ক থেকেই জোটের বিরুদ্ধে মমতার এই বিষোদগার বলে মনে করছে রাজনৈতিক মহল । জোটকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া – সভায় এমন‌ও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত জনতার সামনে তৃণমূল সুপ্রিমোর আকুল আবেদন , ‘ বিজেপির বিরুদ্ধে লড়তে হলে সব ভোট তৃণমূলকেই দিন । এখানে ভাগাভাগি করবেন না দয়া করে । ভাবনা চিন্তা করে ভোটটা দেবেন । ‘ মমতার অভিযোগ , ‘ সিপিএম – কংগ্রেস আর একটা দল । জগাই মাধাই গদাই । এরা বিজেপিকে পুরোপুরি মদত দিচ্ছে । ‘ মুর্শিদাবাদ জেলায় সিপিএম ও কংগ্রেসের হার্মাদরা সবাই এখন বিজেপিতে গিয়ে জুটেছে বলেও সভায় আওয়াজ তোলেন মুখ্যমন্ত্রী । 


সংখ্যালঘু ভোটে জোটকে ভাগ বসাতে  না দেওয়াই মুর্শিদাবাদ জেলায় মমতার লক্ষ্য ।

    

কোভিড আক্রান্ত দুই প্রার্থীর মৃত্যু হ‌ওয়ায় মুর্শিদাবাদ জেলার দুটি আসনে আগামী মে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন ঈদ উল ফিতর পড়তে পারে বলে মনে করা হচ্ছে ।‌ ঈদের দিন ভোট ফেলানোয় কমিশনের সমালোচনা করেন মমতা । সদ্য নিয়োগপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং নির্বাচন কমিশনার রাজীবকুমার কোভিড পজিটিভ‌ বলে কমিশন সূত্রে জানানো হয়েছে । করোনা আক্রান্ত হলেও তাঁরা বাড়ি থেকেই ভোট পরিচালনা করবেন বলে জানা গেছে । যদিও তাতে কমিশনের সমালোচনা থেকে বিরত থাকেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের সব কাজ বিজেপিই করে দিচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করতেও দ্বিধা করেন নি তৃণমূল সুপ্রিমো। কোভিড আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে মমতা বলেন , ‘ চারদিকে কোভিড হচ্ছে । ইলেকশন কমিশনেও করোনা হচ্ছে । তারা সব বাড়ি থেকে কাজ করবেন। বাড়ি থেকে কাজ করা মানে তো বুঝতেই পারছেন । সবটাই তো বিজেপি করে দেয় । ‘
বাড়ি থেকেই ভোটে নজর কোভিড  আক্রান্ত  দুই নির্বাচন কমিশনারের – তা নিয়েও কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর !

করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের পাশাপাশি সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে‌ও । এদিন বাংলায় কোভিড পজিটিভ কেস বৃদ্ধির জন্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানদের দিকেও আঙ্গুল তুলে দিলেন মমতা । মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘ দেড় লক্ষ পুলিশ বাইরে থেকে এসেছে । বিজেপির হয়ে কাজ করতে বাইরে থেকে এক লক্ষ গুন্ডা এসেছে । তারা কোভিড ছড়িয়ে পালিয়ে যাচ্ছে । ‘ স্বাভাবিক ভাবেই তৃণমূলনেত্রীর এই বক্তব্যকে ভালভাবে নেন নি বিরোধীরা । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মানুষের মনে অসন্তোষ তৈরি করতেই মমতা এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব । দলের হয়ে কাজ করতে বাইরের প্রদেশ থেকে এক লক্ষ কর্মী এসেছে – মমতার এই দাবিকে‌ও সম্পূর্ণ মিথ্যা বলে নস্যাৎ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি । 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *