ধামসা-মাদল-ঢাক-ডিজের প্রবল বাদ্যে বিরাট মিছিলে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ জলপাইগুড়িতে - nagariknewz.com

ধামসা-মাদল-ঢাক-ডিজের প্রবল বাদ্যে বিরাট মিছিলে বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ জলপাইগুড়িতে


নিজ্স্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ,২৬ মার্চ,২০২১ : শুক্রবার ধামসা-মাদল , ঢাক এবং ডিজে বাজিয়ে মিছিল করে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে এলেন জলপাইগুড়ি জেলার চার আসনের বিজেপি প্রার্থীরা । জলপাইগুড়ি জেলার সাত আসনে ভোটগ্রহণ পঞ্চম দফায় আগামী ১৭ এপ্রিল । এদিন শহরের পান্ডাপাড়া পার্কের মোড় এলাকা থেকে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক প্রার্থীদের নিয়ে কালেক্টরেট ভবনের উদ্দেশ্যে র‌ওনা দেন । জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ ছাড়াও মনোনয়ন জমা দেন ডাবগ্রাম-ফুলবাড়ি আসনের প্রার্থী শিখা চট্টোপাধ্যায় , রাজগঞ্জ আসনের প্রার্থী সুপেন রায় ও ধুপগুড়ির বিষ্ণুপদ রায় । মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী । 

মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে প্রার্থীদের নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল জলপাইগুড়িতে ।

ডিজে, ধামসা-মাদল এবং ঢাকের বোলে জয়শ্রী রাম নাড়া দিতে দিতে বিজেপির কর্মী সমর্থকেরা রাস্তায় নামেন । প্রার্থীতালিকা প্রকাশের পর পর দলের দফতরে অগ্নিসংযোগ সহ কর্মী বিক্ষোভ বিরাট আকার ধারণ করলেও শুক্রবার তার কোনও ছাপ বিজেপির ‌কর্মী-সমর্থকদের মধ্যে অন্ততঃ লক্ষ্য করা যায় নি । তবে রাজ্য বিজেপির সহসভাপতি দীপেন প্রামাণিক মনোনয়ন জমা দেওয়ার মিছিলে অনুপস্থিত ছিলেন । দীপেন শিবিরের দুই বড় নেতা দেবেন্দ্রনাথ পান্ডে এবং কানন রায়কেও মিছিলে দেখা যায় নি। যদিও  বিক্ষুব্ধদের কারণে ফল খারাপ হ‌ওয়ার আশঙ্কা সম্পূর্ণ অমূলক বলে উড়িয়ে দিয়েছেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী । বাপীবাবুর দাবি, দলের কর্মী-সমর্থকেরা সবাই দলের প্রার্থীদের সঙ্গেই আছেন । দু’একজনের কথায় দলে কোনও প্রভাব পড়বে না । জলপাইগুড়ি জেলায় তৃণমূল ইতিমধ্যেই আইসিইউতে চলে গেছে বলে কটাক্ষ করেন তিনি । ভোটের পর তৃণমূলের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না বলে দাবি করেন বাপী গোস্বামী । জেলার সাতটি আসনেই পদ্ম ফুটবে বলে আত্মবিশ্বাসী বিজেপির জেলা সভাপতি ।

ভিডিওতে দেখুন –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *