নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে জোট প্রার্থী বর্তমান বিধায়ক সুখবিলাস বর্মাই । সুখবিলাসবাবুর প্রার্থী হওয়া নিয়ে দলের ভেতরে একটি মহলের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত তা গ্রাহ্য করে নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । রবিবার রাতেই ‘এআইসিসি ‘ ঘোষিত প্রার্থী তালিকায় নিজের নাম থাকার কথা জেনে যান সুখবিলাসবাবু । দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগে থেকেই অবশ্য মনোনয়ন লাভের আভাস পাচ্ছিলেন এই প্রাক্তন আমলা । বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরেই অবস্থান করছেন তিনি । দলীয় কর্মসূচিতেও দেখা যাচ্ছিল তাঁকে ।
কংগ্রেসের ৩৪ প্রার্থীর তালিকা । |
তৃণমূল ও বিজেপি – রাজনৈতিক ভাবে দুই দলেরই তীব্র বিরোধী সুখবিলাস বর্মা । |
বিধায়ক সুখবিলাস বর্মার বিরুদ্ধে বিরোধীদের সবথেকে বড় অভিযোগ , নিজের নির্বাচনী ক্ষেত্রে পাঁচ বছরে তাঁর দেখা মেলে কদাচিৎ । যদিও বিধানসভার বিরোধী বিধায়কদের মধ্যে তিনি অন্যতম। বিদায়ী বিধানসভায় দীর্ঘদিন সামলাচ্ছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির ( PAC ) চেয়ারম্যানের দায়িত্ব । রাজনৈতিক অবস্থানগত ভাবে তৃণমূল ও বিজেপি – দুই দলেরই তীব্র বিরোধী সুখবিলাসবাবু। চিটফান্ড বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাঁকে । একাধিকবার দলবদলু হওয়ার প্রস্তাব আসলেও তা প্রত্যাখ্যান করতে দেরি করেন নি সুখবিলাস বর্মা। দলে তাঁর মনোনয়ন নিয়ে কারও কারও অসন্তোষের থাকলেও তা মিটিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী সুখবিলাসবাবু । তিনি বলেন, ‘ সব দলেই ক্ষোভ থাকে । আমাদের দলেও আছে । সবাইকে সন্তুষ্ট করে চলা পার্টি তো দূরের কথা স্বয়ং ভগবানের পক্ষেও সম্ভব নয়।’ তবে সবার সঙ্গে কথা বলে ক্ষোভ প্রশমিত করে যত দ্রুত সম্ভব প্রচারকার্যে একসঙ্গে ঝাঁপিয়ে পড়াই এখন সুখবিলাসবাবুর লক্ষ্য ।
সোমবার সকালে জলপাইগুড়ির বাসায় রিল্যাক্সড মুডে জোট প্রার্থী । |
এবারের ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান নি বলেও জানালেন সুখবিলাস বর্মা । কিন্তু দলের নির্দেশেই শেষে নিজের ইচ্ছার বিরুদ্ধে লড়তে নামতে হচ্ছে তাঁকে । এমনটাই দাবি প্রার্থীর নিজের । কংগ্রেস এবার পদে আসীন কোনও বিধায়ককেই বাদ দেয় নি । জলপাইগুড়ি সদর বিধানসভা আসনেও এর অন্যথা হয় নি । লড়াই যতই কঠিন হোক জেতার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী সদর বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী। আগের দু’বারও শক্ত লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাৎ করেছেন সুখবিলাস বর্মা । এবারও তাই হাল ছাড়তে নারাজ এই প্রাক্তন আইএএস । প্রচার কৌশল ঠিক করতে শীঘ্রই তিনি কংগ্রেসের নেতা কর্মীদের পাশাপাশি সিপিএম সহ বামফ্রন্টের শরিকদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছেন সুখবিলাস বর্মা ।