নাগরিক নিউজ পলিটিক্যাল ডেস্ক : পাঁচ বছর বাদে আরও একটি ভোটের মুখে কলকাতার নগরপাল পদে ফিরতে চলেছেন সৌমেন মিত্র। ২০১৬য় বিধানসভা নির্বাচনের মুখে বিরোধীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে কলকাতার পুলিশে কমিশনার পদে বসায় নির্বাচন কমিশন । সেই বছর ১৩ই এপ্রিল সিপির দায়িত্ব নিয়েছিলেন তিনি । কমিশনার বদল নিয়ে সেসময় কম জলঘোলা করে নি শাসক তৃণমূল । নির্বাচন কমিশনের নির্দেশে রাজীব কুমারের অপসারণকে রীতিমতো প্রেস্টিজ ইস্যু করে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নির্বাচন কমিশনকে প্রকাশ্যে তীব্র কটাক্ষ করতেও ছাড়েন নি ঘটনায় রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সেবার দায়িত্ব নিয়ে দক্ষতার সঙ্গে কলকাতার ভোটে নিরপত্তা ব্যবস্থা সামাল দিয়ে নাগরিক সমাজের প্রশংসা কুড়িয়েছিলেন ১৯৮৮ ব্যাচের এই দুঁদে আইপিএস অফিসার । যদিও তাতে মমতার মন ভেজাতে পারেন নি সৌমেন মিত্র । দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই সৌমেন মিত্রকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে অগুরুত্বপূর্ণ পদে একপ্রকার পানিশমেন্ট ট্র্যান্সফারই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতার নগরপালের চেয়ারে আবার রাজীব কুমারকে ফিরিয়ে আনেন তিনি ।
ভোটের মুখে কলকাতার সিপির চেয়ারে আবার সৌমেন মিত্র |
পাঁচ বছর বাদে আবার বিধানসভা নির্বাচনের সামনে পশ্চিমবঙ্গ । এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নি নির্বাচন কমিশন । তবে সরস্বতী পুজোর পরেই ভোটের নির্ঘন্ট ঘোষিত হবে বলে আভাস পাওয়া যাচ্ছে । কলকাতার বর্তমান পুলিশ কমিশনার অনুজ শর্মাকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এডিজি পদে বদলি করা হচ্ছে বলে শোনা গেছে । অনুজ শর্মার স্থলাভিসিক্ত হচ্ছেন সৌমেন মিত্র । এমনটাই খবর প্রশাসনিক সূত্রে । আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাবার পর পুলিশে রদবদল নিয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ করার আগেই রাজ্য প্রশাসন নিজে থেকেই কলকাতার পুলিশ কমিশনার পদে পরিবর্তন আনল বলে মনে করছে রাজনৈতিক মহল । নিরপেক্ষ ও দক্ষ পুলিশ আধিকারিক হিসেবে সুনাম থাকা সৌমেন মিত্রকে পাঁচ বছর বাদে ভোটের মুখে ফের কলকাতার নগরপাল পদে বসিয়ে রাজ্য সরকার সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রতি নিজের আন্তরিকতা প্রমাণ করতে চাইছে বলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা ।