ডুয়ার্সে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বুনো হাতির আক্রমণে এক মহিলার মৃত্যু , আহত আরও দুই - nagariknewz.com

ডুয়ার্সে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বুনো হাতির আক্রমণে এক মহিলার মৃত্যু , আহত আরও দুই


এন এন ডি সি , নাগরাকাটা , ১৩ ফেব্রুয়ারি : ডুয়ার্সে দিনের আলোয় বুনো হাতির হামলায় প্রাণ গেল এক মহিলার । জখম আরও দুই মহিলা ।  জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের জলঢাকা রেলসেতুর কাছে এই ঘটনা ঘটল শনিবার সকাল দশটা নাগাদ। সকালের দিকে ভগতপুর চা বাগানের ডাক লাইনের একদল নারী চা শ্রমিক জ্বালানী কাঠের সন্ধানে রেলসেতু সংলগ্ন জঙ্গলে ঢুকেছিল । হঠাৎ সামনে দুটো হাতি চলে এলে বাকিরা পালিয়ে যেতে সমর্থ হলেও তিন মহিলা হাতি দুটির মুখোমুখি পড়ে যান । মঞ্জু ওঁরাও নামে বছর পঁয়ত্রিশের এক মহিলাকে একটি হাতি শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে মাটিতে আছাড় মারলে ঘটনাস্থলেই ওই চা শ্রমিকের মৃত্যু হয় । বাকি দু’জনকে হাতি  লাথি মেরে ফেলে দিয়ে জায়গাটি ছেড়ে চলে যায় বলে জানা গেছে ।  

নাগরাকাটায় জলঢাকা রেলসেতুর কাছে ঘটনাটি ঘটে

হাতি দুটি চলে গেলে দলে থাকা অন্য মহিলারা ঘটনাস্থলে এসে আহত দু’জনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ও বন দফতরের নাগরাকাটা বিটের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার পরেও দীর্ঘক্ষণ একটি হাতি আশেপাশেই ঘোরাঘুরি করছিল বলে বনদফতর সূত্রে জানা গেছে ।
               
                     ভিডিওতেও দেখে নিন –



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *