প্রদ্যুৎ দাস, জলপাইগুড়ি,২৩ জানুয়ারি : সারা দেশের পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও মহা সমারোহে পালিত হল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী । তেইশে জানুয়ারি সকাল থেকেই শহর জলপাইগুড়ি ছিল নেতাজি বন্দনায় মুখরিত । বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানায় শহরের একাধিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন । নেতাজি জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানটি হয় শহরের নেতাজি সুভাষ ফাউন্ডেশনে সংলগ্ন নেতাজি মূর্তির পাদদেশে । নেতাজি মূর্তিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জলপাইগুড়ি পুরসভা । পুরভবনের সামনে থেকে শোভাযাত্রার সূচনা হয় । মিছিলের সামনে ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল , প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো এবং দুর্গা রায় সহ অন্যান্যরা। বিএসএফ এবং পুলিশের ব্যান্ডে দেশাত্মবোধক গানের সুরের তালে তালে সুদৃশ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এগিয়ে চলে নেতাজি মূর্তির পাদদেশে । মিছিলে এনসিসি’র ক্যাডেটরাও পা মেলান প্যারেডে । অনুষ্ঠানস্থলে জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারপার্সন পাপিয়া পাল । নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান চেয়ারপার্সন সহ পুরসভার প্রশাসক বোর্ডের অন্যান্য সদস্যরা ।
ভিডিওতে দেখুন-