প্রদ্যুৎ দাস, ময়নাগুড়ি, ১৮ জানুয়ারি : ভোট আসার আগেই রাজনৈতিক কর্মীর খুন ঘিরে উত্তপ্ত ময়নাগুড়ি । রবিবার রাতে দলীয় সভা সেরে বাড়ি ফেরার পথে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি গ্রাম পঞ্চায়েতের রহমতুল্লাহ এলাকায় মাটিতে ফেলে কুপিয়ে খুন করা হল স্থানীয় তৃণমূল নেতা রণজিৎ অধিকারীকে । রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে । বাড়ি ফেরার সময় রাস্তায় কয়েকজন রণজিৎবাবুকে ঘিরে ফেলে মাটিতে ফেলে কোপায় বলে জানা গেছে । তৃণমূল নেতার আর্তনাদ শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে চুড়াভান্ডার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কুপিয়ে খুন করা হয় রণজিৎ অধিকারীকে |
ময়নাগুড়ি ব্লক তৃণমূল নেতৃত্বের অভিযোগের তির বিজেপির দিকে । এই ঘটনায় এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ আটক করেছে বলে খবর । মৃতের শরীরের মাথা সহ চার জায়গায় ধারালো অস্ত্রের কোপ । দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে । এলাকায় উত্তেজনা আছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে । তৃণমূলের স্থানীয় নেতারা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন । যদিও তৃণমূল কর্মী খুনের ঘটনায় নিজদের কর্মীদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্ব ।
এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে |