প্রদ্যুত দাস,জলপাইগুড়ি,১১ জানুয়ারি : ওবিসি বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য রাজ্যে সরকারি চাকরিতে ২৭ শতাংশ সংরক্ষণ সহ ৮ দফা দাবিতে সোমবার জলপাইগুড়িতে বড় মিছিল করল ভারতীয় জনতা ওবিসি মোর্চা । ওবিসি মোর্চার জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা মিছিল নিয়ে মহকুমা শাসকের দফতরে পৌঁছান । সেখানে বিক্ষোভ শেষে সদর মহকুমা শাসকের উদ্দেশ্যে দাবিপত্র তুলে দেন সংগঠনের নেতারা । পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের যুবক যুবতীরা রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে ন্যায্য ২৭ শতাংশ সংরক্ষণের সুবিধা পাচ্ছে না বলে ওবিসি মোর্চার অভিযোগ । ওবিসি তালিকাভুক্তদের সাম্প্রদায়িক ভিত্তিতে এ ও বি ক্যাটাগরিতে ভাগ করার ফলে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের লোকেরা সংখ্যার ভিত্তিতে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন ভারতীয় জনতা ওবিসি মোর্চার জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মানিকচন্দ্র দেবনাথ। অবিলম্বে সাম্প্রদায়িক বৈষম্য তুলে দিয়ে সংখ্যার ভিত্তিতে ওবিসি তালিকাভুক্তদের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও চাকরির পরীক্ষায় বয়সের ছাড় , চাকরির পরীক্ষায় বসার ফি মকুব এবং পৃথক ওবিসি উন্নয়ন পর্ষদ গঠনেরও দাবি রাখা হয়েছে ওবিসি মোর্চার পক্ষ থেকে ।
জলপাইগুড়িতে ওবিসি মোর্চার মিছিল |
ভিডিওতে দেখুন –