প্রদ্যুৎ দাস, জলপাইগুড়ি,২৫জানুয়ারি : সোমবার ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র্যালি এসে পৌঁছাল জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সীমান্তে । র্যালির সূচনা হয়েছিল গত ১০ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার পানিতর সীমান্তে । ৬৬ দিনে দুই দেশের সীমান্ত ধরে চার হাজার সাতানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামী ১৭ ই মার্চ ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র্যালির সমাপ্তি হবে মিজোরামের সিলকোর সীমান্তে । সেদিন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী । বর্ডার সিকিউরিটি ফোর্সের উদ্যোগে আয়োজিত এই মৈত্রী সাইকেল র্যালিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বিজিবিও । ১৭জন বিএসএফ জওয়ানদের পাশাপাশি বিজিবি জওয়ানেরাও মৈত্রী র্যালিতে অংশ নিয়েছেন । এদিন সাইকেল যাত্রীরা বেরুবাড়ি সীমান্তে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান বিএসএফের ২১ নম্বর ব্যাটেলিয়ন । ভাঙরা নৃত্য , শঙ্খনাদের মাধ্যমে অভিযাত্রীদের স্বাগত জানানো হয় । এই উপলক্ষে বেরুবাড়ি সীমান্তের চাণক্য বিওপিতে ।
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে বিএসএফের ২১ নম্বর ব্যাটেলিয়ন । অনুষ্ঠানে বিএসএফ জওয়ানদের পাশাপাশি সীমান্ত সংলগ্ন গ্রামের বাসিন্দারাও যোগদান করেন । ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বকে আরো সুদৃঢ় করতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে এই র্যালির আয়োজন বলে জানিয়েছেন বিএসএফ এর ২১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট চরণ সিং তোমর ।