প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি, ৬ জানুয়ারি : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের দিনেই জলপাইগুড়ি সদরে বড় কর্মসূচী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের । বাংলা বাঁচাও দাবি তুলে বুধবার সারা রাজ্যেই পথে নামে বিদ্যার্থী পরিষদ । জলপাইগুড়ি জেলায় এই কর্মসূচী ঘিরে ভোটের মুখে নিজেদের শক্তি দেখালো সংঘ পরিচালিত এবং বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠনটি । এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জলপাইগুড়ি জেলায় এবিভিপির তেমন কোনও সংগঠন এখনও পর্যন্ত চোখে পড়ে নি । তারপরেও এদিন বাংলা বাঁচাও দাবিতে জলপাইগুড়িতে এবিভিপির বিরাট জমায়েত ভোটের মুখে বিজেপির জেলা নেতৃত্বকে বাড়তি মনোবল জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।
জলপাইগুড়িতে এবিভিপির বাংলা বাঁচাও কর্মসূচী |
নারী সুরক্ষা , সাধারণ মানুষের নিরাপত্তা, বৃত্তিমুখী শিক্ষা ব্যবস্থা চালু , সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস , শিক্ষাক্ষেত্রে সংখ্যালঘু তোষণ বন্ধ , কলেজে ছাত্রসংসদ নির্বাচন ফিরিয়ে আনা , প্রতিটি ব্লকে কলেজ স্থাপন এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সহ একাধিক দাবিতে দুপুর একটা নাগাদ শহরের রাজবাড়ি সংলগ্ন চত্বর থেকে মিছিল নিয়ে জেলা শাসকের দফতর অভিমুখে রওনা দেন বিদ্যার্থী পরিষদের সদস্যরা । প্রবেশ পথেই মিছিল আটকে দেয় পুলিশ । সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারী ছাত্ররা । সমাবেশ শেষে জেলা শাসকের উদ্দেশ্যে এবিভিপি নেতৃবৃন্দ একটি স্মারকলিপিও দেন বলে জানা গেছে ।
এবিভিপির কর্মসূচীতে ভিড় ছিল চোখে পড়ার মত |