ধুপগুড়ির গ্রাম থেকে বিরল প্রজাতির চাইনিজ ফেরেট ব্যাজার উদ্ধার - nagariknewz.com

ধুপগুড়ির গ্রাম থেকে বিরল প্রজাতির চাইনিজ ফেরেট ব্যাজার উদ্ধার


প্রদ্যুৎ দাস :  চাইনিজ ফেরেট ব্যাজার ( Chinese ferret-badger ) । লুপ্তপ্রায় প্রজাতির ছোট্ট স্তন্যপায়ী প্রাণী। খানিকটা বেজির মতো । মঙ্গলবার সকালে উদ্ধার হল জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের কালিরহাট সংলগ্ন পাইকার পাড়া গ্রামের একটি সুপারি বাগান থেকে । আই ইউ সি এন ( International Conservation of Nature ) এর  লিস্ট কনসার্ন তালিকায় থাকা লুপ্তপ্রায় প্রজাতির এই প্রাণীটিকে মূলতঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গলে দেখতে পাওয়া যায় । ভারতের মণিপুরের নাগা হিলসে দেখা মিললেও উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলকে চাইনিজ ফেরেট ব্যাজারের স্বাভাবিক আবাসস্থল নয় বলেই মনে করেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা । তবে এ‌ বার‌ই প্রথম নয় এর আগেও ডুয়ার্সে দু’একবার ১৩ থেকে ১৭ ইঞ্চির ছোট্ট স্তন্যপায়ী প্রাণীটির দেখা মিলেছে । 

উদ্ধার হওয়া চাইনিজ ফেরেট ব্যাজার

সুপারি বাগানে ঝোঁপের মধ্যে বিরল দর্শন প্রাণীটিকে নড়াচড়া করতে দেখে স্থানীয় পরিবেশকর্মী অনিকেত চক্রবর্তীকে খবর দেন গ্রামবাসীরা । ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে দেখা মাত্রই অনিকেতবাবু বুঝতে পারেন , এটি একটি বিরল প্রজাতির চাইনিজ ফেরেট ব্যাজার । পায়ে চোট থাকায় বেশি দৌড়াদৌড়ি করতে পারছিল নাপ্রাণীটি । একে উদ্ধার করে ধুপগুড়িতে নিয়ে আসেন অনিকেত চক্রবর্তী । পরে বন দফতরের কাছে চাইনিজ ফেরেট ব্যাজারটিকে  হস্তান্তর করেন তিনি । 

উদ্ধারকারীর কোলে লু্প্তপয় প্রজাতির ছোট্ট স্তন্যপায়ী প্রাণী


চাইনিজ ফেরেট ব্যাজার নিশাচর প্রাণী । দেহ  খয়েরি-সাদা লোমে আচ্ছাদিত । দেহের তুলনায় লেজ লম্বা। মুখের অগ্রভাগ বেশ লম্বা ।  লেজের দৈর্ঘ্য ১৫ থেকে ২৩ সেন্টিমিটারের মধ্যে । অনেকটা বেজির মতো দেখতে । তবে চারটি পা বেশ খাটো । বনজঙ্গলে ঘুরে ঘুরে ছোটখাটো সরীসৃপ এবং পোকামাকড় ধরে খায় এমনকি গাছের ফলের দিকেও নজর আছে চাইনিজ ফেরেট ব্যাজারের । ভারতের বন্যপ্রাণ আইন অনুযায়ী এটি সিডিউল ওয়ান তালিকাভুক্ত প্রাণী ।
                                ভিডিওতে দেখুন –


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *