প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ২২ জানুয়ারি : কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ি শহরে মিছিল করল জেলা কিষান কংগ্রেস । দুপুরে শহরের মাদ্রাসা ময়দান থেকে মিছিলের সূচনা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত এবং জলপাইগুড়ি জেলা কিষান কংগ্রেসের সভাপতি গিরিজা রায় সহ অন্যান্যরা । মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । মিছিল থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবি তোলা হয় । কেন্দ্রের মোদী সরকার রেল , ব্যাঙ্ক , বীমা এবং খনির মতো রাষ্ট্রায়ত্ব সম্পদের পর এবার দেশের কৃষিক্ষেত্রকেও বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন জেলা কিষান কংগ্রেসের সভাপতি গিরিজা রায় ।
ভিডিওতে দেখুন –