কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে জলপাইগুড়িতে মিছিল তৃণমূলের কৃষক সংগঠনের - nagariknewz.com

কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে জলপাইগুড়িতে মিছিল তৃণমূলের কৃষক সংগঠনের


প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ২৮ জানুয়ারি : কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার জলপাইগুড়িতে মিছিল করল তৃণমূলের কৃষক সংগঠন। বিকেলে জলপাইগুড়ি সদর ব্লক দুই কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেস আয়োজিত একটি মিছিল শহরের সমাজপাড়া মোড় থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । অবিলম্বে নতুন কৃষি আইন বাতিলের দাবি জানান মিছিলে সামিল তৃণমূল কর্মী-সমর্থকেরা । মিছিলের নেতৃত্ব দেন শহর ব্লক তৃণমূলের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ‌। সদর ব্লক দুই কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধরম পাশোয়ান সহ অন্যান্যরা। সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে প্রতিবাদী কৃষকদের ট্রাক্টর মিছিলে পুলিশ দমন-পীড়ন চালিয়েছে বলে মিছিল থেকে অভিযোগ করেন তৃণমূলের নেতারা। টায়ার জ্বালিয়ে প্রধানমন্ত্রী নেন্দ্র মোদীর কুশপুতুল ও  প্রতীকি কৃষি বিল‌ পোড়ান মিছিলে সামিল জনতা । কৃষি আইন সম্পূর্ণ বাতিল করা না হলে জলপাইগুড়ি জেলায় তাদের আন্দোলন আরও দুর্বার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন টাউন ব্লক তৃণমূলের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। 

ভিডিওতে দেখুন –


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *