শুভেন্দু সহ নবাগতদের সংবর্ধনা রাজ্য বিজেপির || সভা থেকে বাংলাকে মোদীর হাতে তুলে দেওয়ার ডাক শুভেন্দু অধিকারীর || পুরোনো দলকে কোম্পানি বলে কটাক্ষ শিশির পুত্রের - nagariknewz.com

শুভেন্দু সহ নবাগতদের সংবর্ধনা রাজ্য বিজেপির || সভা থেকে বাংলাকে মোদীর হাতে তুলে দেওয়ার ডাক শুভেন্দু অধিকারীর || পুরোনো দলকে কোম্পানি বলে কটাক্ষ শিশির পুত্রের


নাগরিক পলিটিক্যাল ডেস্ক : ‘ বাংলাটাকে মোদীজির হাতে তুলে দিতে হবে । কলকাতা এবং দিল্লিতে যদি এক‌ই দলের সরকার না থাকে তবে বাংলার অর্থনৈতিক  সমস্যা ও বেকারত্ব দূর হবে না । ‘ শনিবার কলকাতার হেস্টিংসে বিজেপির সংবর্ধনা সভায় সোজাসুজি এই কথাই বললেন শুভেন্দু অধিকারী । ঠিক সাতদিন আগে মেদিনীপুর কলেজ গ্রাউন্ডের সভায়  অমিত শাহর হাত থেকে ‌পতাকা নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ নয় তৃণমূল , বাম ও কংগ্রেসের জনপ্রতিনিধি । শুভেন্দু অধিকারী ও সুনীল মন্ডল সহ সদ্য দলে যোগ দেওয়া নেতাদের সংবর্ধনা দিতেই এদিন কলকাতায় বিজেপির হেস্টিংস দফতরে অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য বিজেপি । 

বিজেপির হেস্টিংস দফতরে নবাগতদের সংবর্ধনা  অনুষ্ঠান

অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় , কৈলাস বিজয়বর্গীয় , তথাগত রায় , সাংসদ  স্বপন দাশগুপ্ত , শিবপ্রকাশজি এবং অরবিন্দ মেনন সহ অন্যান্যরা উপস্থিত থাকলেও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন অবশ্যই শুভেন্দু অধিকারী । সুনীল মন্ডল হেস্টিংসের বিজেপি দফতরে ঢোকার মুখে তৃণমূলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন । বিজেপি কর্মীরা তেড়ে গেলে  উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি সামাল দিতে সমর্থ হয় পুলিশ । অনেকটা দেরিতে সংবর্ধনা সভায় আসেন শুভেন্দু ।  ততক্ষণে তৃণমূলের লোকেরা সরে পড়ায় শুভেন্দু অধিকারীকে আর কোন‌ও রকম বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় নি। 

সংবর্ধনা সভায় শুভেন্দু কী বলেন এইদিকে নজর ছিল রাজনৈতিক মহলের । কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি কার্যকর না হ‌ওয়ায় বাংলা পিছিয়ে পড়ছে বলে মঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ করেন তিনি । শুভেন্দু অধিকারী বলেন, ‘ দেশের সব রাজ্যে বিজেপির সরকার নেই । কিন্তু তারা কেউ কৃষক সম্মাননিধি কিম্বা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প গ্রহণে অস্বীকৃতি জানায় নি । পশ্চিমবঙ্গ সরকার কৃষক সম্মাননিধি যোজনা লাগু না করায় রাজ্যের ৭৩ লক্ষ কৃষক এর সুবিধা থেকে বঞ্চিত । ‘ এরপরেই শুভেন্দু বলেন, আমার লজ্জা হচ্ছে যে এই পার্টিটা আমি একুশ বছর ধরে করেছি  তৃণমূল সিপিএমের ছেঁড়া চটিটা পায়ে গলিয়ে একুশ বছর ধরে চলছে বলে কটাক্ষ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী । একমাত্র বিজেপির সরকার‌ই পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে পার্টিরাজ শেষ করতে পারে বলে দাবি করেন তিনি । 

সংবর্ধনা সভায় ভাষণ দিচ্ছেন শুভেন্দু অধিকারী   

তৃণমূল থেকে বিজেপিতে এসে সবে দলটির প্রাথমিক সদস্যপদ পেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী । নতুন দলে পদ পাওয়া নিয়ে তাঁর যে কোনও তাড়াহুড়ো নেই এদিন তা বোঝাতে দেরি করেন নি রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী । এদিন  বক্তব্যের সূচনাতেই শুভেন্দু বলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ , অত্যন্ত খুশি যে ভারতীয় জনতা পার্টির অন্যতম সংগঠক , দেশের স্বরাষ্ট্রমন্ত্রী , যাঁর নেতৃত্বে কাশ্মীর থেকে কর্ণাটক – সব জায়গায় বিজেপি জিতেছে সেই অমিত শাহজি  , গত শনিবার বিপ্লবের তীর্থস্থান , বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মাটিতে আমাদের গ্রহণ করেছেন । এর থেকে বড় প্রাপ্তি আমাদের হতে পারে না । এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি ঘটেছে । এই প্রাপ্তিটাকে সঙ্গে নিয়েই এগোবো

বিজেপির মতো শৃংখলাপরায়ণ দলে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীর উপলব্ধি, ‘ যে রাজনৈতিক দলটা করে এসেছি সেটা একটা কোম্পানিতে পরিণত হয়েছে । সেখানে দলের বৈঠকে রেজ্যুলেশন পর্যন্ত লেখা হয় না । সেখানে কাউকে অ্যাপয়েন্টমেন্ট‌ও দেওয়া হয় না ।  সেই কোম্পানি থেকে বেরিয়ে এসে একটা প্রকৃত রাজনৈতিক দলে জায়গা পেয়েছি। ‘ নতুন দলে তিনি ইতিমধ্যে‌ই যথোপযুক্ত সম্মান ও কাজ করার সুযোগ পেয়েছেন বলে সভায় জানান শুভেন্দুবাবু ।  এই মুহুর্তে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারানোই যে তাঁর একমাত্র লক্ষ্য সেই ইঙ্গিত‌ও শুভেন্দু অধিকারী দিয়েছেন নিজের বক্তব্যে । শুভেন্দুর কথায়, ‘ আমাদের কাজ একটাই হবে । কিছুদিনের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন ।  সেই নির্বাচনে দলকে জয়যুক্ত করতে কাজ আমরা করব । আগামী দিনে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব । লক্ষ্য একটাই এই বাংলাকে সোনার বাংলা গড়ার যে স্লোগান ভারতীয় জনতা পার্টি দিয়েছে তাকে কার্যকর করা । ‘ শুভেন্দু অধিকারীর অভিযোগের কী প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতৃত্ব, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের । 

              

               দেখুন ভিডিও –

                 
               


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *