প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ৩১ জানুয়ারি : রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই তৎপরতা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন । মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গ , অসম এবং তামিলনাড়ুর বিধানসভা ভোটের সময়সূচী ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন । বছর শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার উত্তরবঙ্গে এলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব । এদিন সকাল সাড়ে দশটা নাগাদ জলপাইগুড়ির জেলা শাসকের কনফারেন্স হলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কোচবিহার , দার্জিলিং এবং কালিম্পং জেলার জেলাশাসক সহ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আরিজ আফতাব । বৈঠকে পাঁচটি জেলায় ভোটার তালিকা সংশোধনী সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক পর্যালোচনা করেন বলে জানা গেছে ।
জলপাইগুড়িতে পাঁচ জেলার আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচন আধিকারিকের বৈঠক |
নতুন বছরের প্রথম মাস থেকেই নির্বাচনকে পাখির চোখ করে প্রশাসনের কাজ আরও জোরদার হবে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা । পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে একাধিক দফায় ভোট গ্রহণের পাশাপাশি প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বিরোধীদের দাবি । রাজ্যে ছয় দফা এমনকি তারও বেশি দফায় ভোট নেওয়া হতে পারে বলে সূত্রের খবর । মোট কথা পশ্চিমবঙ্গে লোকসভার মতোই বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাটাকে একটি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । জলপাইগুড়ি সহ পাঁচ জেলার নির্বাচন সংক্রান্ত কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব । এখন রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধনীর কাজ চলছে । নতুন ভোটারদের নাম তোলা এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া সহ অন্যান্য কাজ শেষ করে আগামী ১৫ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে বলে এদিন জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক ।
ভিডিওতে দেখুন –