প্রদ্যুত দাস , জলপাইগুড়ি , ৯ ডিসেম্বর : বিধানসভা ভোটকে পাখির চোখ করে এখন থেকেই পশ্চিমবঙ্গে শাসক-বিরোধী শিবিরে ওয়ার্মআপ তুঙ্গে । ইতিমধ্যেই জেলায় জেলায় ঘোরা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ ডিসেম্বর জলপাইগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী । শহরের এবিপিসি ময়দানে তৃণমূলের কর্মী সম্মেলনে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার – এই দুই জেলার ৩৩০০ বুথ থেকেই কর্মীরা সভায় যোগ দেবেন । বুধবার একথা জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা তৃণমূলের উত্তরবঙ্গ কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব।
এবিপিসি ময়দানে কর্মীসভা করবেন মুখ্যমন্ত্রী |
কর্মী সম্মেলনের মঞ্চ থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বেনিফিশিয়ারিদের হাতে তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর সফরসূচি নিশ্চিত হতেই জেলা প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গেছে। এদিন প্রশাসনের বিভিন্ন দফতর এবং নিরাপত্তা বিভাগের আধিকারিকরা সভার মাঠ পরিদর্শন করেন। সভামঞ্চের কাছাকাছি দুটো হেলিপ্যাড বানানোর প্রস্তুতি শুরু হয়েছে ।
ছবি/ভিডিও-নিজস্ব