প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ২৭ ডিসেম্বর : নেশার ঘোরে অন্যের স্কুটিতে মালিকানা ফলাতে গিয়ে গণধোলাই জুটল দুই যুবকের কপালে । রবিবার রাতে এই ঘটনা ঘটে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা এলাকায় এইচডিএফসি ব্যাঙ্কের ঠিক সামনেই । যুবকদ্বয় নিজেদের স্কুটি মনে করে চাবি দিয়ে অন্যের স্কুটি খুলতে গেলেই গোল বাঁধে । স্কুটির মালিক তেড়ে এলেও নেশার খোয়ারি না কাটায় এড়ে তর্ক জুড়ে দেয় দু’জন। শুধু কথায় কাজ হবে না বুঝতে পেরে হাত লাগান স্কুটির মালিক । জুটে যায় মালিকের বন্ধুবান্ধব ও আশেপাশের মানুষও । স্কুটি চোর সন্দেহে দু’জনককেই গণধোলাই দেওয়া শুরু করে জনতা । মারের চোটে নেশা কাটে তাদের। ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ এসে যুবক দু’জনকে থানায় নিয়ে যায় । পুলিশের কাছে যুবকেরা স্বীকার করে আকন্ঠ মদ্যপানের ঠ্যালায় নেশা মাথায় উঠে যাওয়ায় বেতালা হয়েই নিজের ভেবে অন্যের স্কুটি স্টার্ট দিতে গিয়েছিল তারা ।
ভিডিওতে দেখুন ঘটনাটা –