প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের কী কী উন্নয়ন করেছে এবং নাগরিকদের কাছে কোন কোন পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে , এটা ঘরে ঘরে জানান দিতে বঙ্গধ্বনি যাত্রায় নেমেছে তৃণমূল । শনিবার জলপাইগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রা করলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা । যাত্রায় নেতৃত্ব দিতে দেখা যায় পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পালকে । ছিলেন শহর ব্লক তৃণমূলের সভাপতি তপন ব্যানার্জি , জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সোমনাথ পাল এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা । মিছিলটি ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে । মিছিল থেকে পথ চলতি মানুষের হাতে ও ঘরে ঘরে সরকারের রিপোর্ট কার্ড তুলে দেন তৃণমূল কর্মীরা ।
মিছিল শেষে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সৈকত চট্টোপাধ্যায় এবং তপন ব্যানার্জি সহ আরও অনেকে । পথসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন সৈকতবাবু । সৈকত চট্টোপাধ্যায়ের অভিযোগ, শান্ত বাংলাকে অশান্ত করতে চায় বিজেপি । আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে’র গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকে উলেন রায়ের মৃত্যু- সব কিছুর জন্য বিজেপির দিকেই অভিযোের আঙুল তোলেন তিনি ।
দেখুন ভিডিওতে –