প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ১৯ জানুয়ারি : মুকুল রায়ের অনুপ্রেরণায় একদিন যাঁদের সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল সহ আজ তাঁরা সবাই বিজেপিতে । তিনি নিজে এখনও তৃণমূলে থাকলেও তাঁকে নিয়ে বাতাসে জল্পনার শেষ নেই । তাঁর নাম অনন্তদেব অধিকারী। ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক। তা কাদের সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন অনন্তদেব বাবু ? তিনি নিজেই সতীর্থদের নাম জানিয়েছেন। সৌমিত্র খাঁ , সুনীল মন্ডল আর দশরথ তির্কে । সৌমিত্র খাঁ এখন বিজেপির সাংসদ এবং যুবমোর্চার রাজ্য সভাপতি । তৃণমূলের মনোনয়নে নির্বাচিত সাংসদ সুনীল মন্ডল আর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে পরাজিত দশরথ তির্কে শনিবারের বার বেলায় খোদ অমিত শাহের হাত থেকে ঝান্ডা নিয়ে বিজেপিতে ভিড়ে গেছেন কয়েক ঘণ্টা আগেই ।
বাতাসে জোর গুঞ্জন অনন্তদেব অধিকারীও ঘাসফুল ছেড়ে পদ্মফুল ধরছেন শীঘ্রই । শনিবার বিকেলে সাংবাদিকরা অনন্তদেব বাবুকে এই নিয়ে প্রশ্ন করলে ময়নাগুড়ির বিধায়ক বলেন, ‘ দলত্যাগ করে যখন তৃণমূলে যোগদান করি তখন সৌমিত্র খাঁ , সুনীল মন্ডল , দশরথ তির্কে আর আমি এই চারজন মুকুল রায়ের অধীনে একই বাড়িতে , একই ফ্ল্যাটে চারদিন ছিলাম । সেই সোর্সেই তাদের সঙ্গে কথাবার্তা আছে । ফোনে মাঝেসাঝে কথাবার্তা হয় । ইয়ার্কি ফাজলামিও হয় । কথাবার্তা তো হতেই পারে । ‘ অনন্তদেব বাবুর যাদের সঙ্গে কথাবার্তা হয় তাদের দু’জন যেদিন বিজেপিতে নাম লেখালেন সেদিনও অনন্তদেব বাবুর রাজনৈতিক পরিচয় তৃণমূলের বিধায়ক হলেও তার স্থায়িত্ব কতদিন ?
সৌমিত্র খাঁ , সুনীল মন্ডল কিংবা দশরথ তির্কের সঙ্গে ফোনে কি শুধু হাসি-মস্করাই হয় নাকি রাজনৈতিক হিসেবনিকেশও হয় ? তা খোলসা করে না বললেও তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অনন্তদেব অধিকারী বলেন,’আমি তৃণমূলেই ছিলাম , তৃণমূলেই আছি’ ।
তিন বন্ধুই পদ্মফুলে । অনন্তদেব কী করবেন ? |
তবে পিকে এবং পিকের টিমের সঙ্গে তাঁর যে বনিবনা হচ্ছে না তা এদিনও গোপন রাখেন নি অনন্তদেববাবু । ময়নাগুড়ির বিধায়ক বলেন, ‘ পিকের বিরোধিতা আমি আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে করি। কারন তারা আমার সাথে আলোচনা করে না। তারা ব্যাক্তিগত ভাবে কর্মসূচি ঠিক করে তার সাথে আমি সহমত নই। ‘
অনন্তদেব অধিকারী ছিলেন আরএসপির বিধায়ক । মুকুল রায়ের হাত ধরে সোজা তৃণমূলে । সুনীল মন্ডল আর দশরথ তির্কে তৃণমূল ছেড়ে সদ্যই বিজেপিতে যোগ দিয়ে দেওয়ার পর পিকেতে অরুচি অনন্তদেব অধিকারী কী করেন জলপাইগুড়ির রাজনৈতিক মহলের কাছে এখন এটাই সবথেকে বড় পর্যবেক্ষণের বিষয় ।
দেখুন ভিডিও –
ছবি-নাগরিক