সাধারণ ধর্মঘটের সমর্থনে বাম কংগ্রেসের যৌথ মিছিল জলপাইগুড়িতে , বনধে বাধা এলে ঝান্ডার ডান্ডা উঁচিয়ে কর্মীদের মোকাবিলায় নামতে বললেন সিপিএমের জেলা সম্পাদক - nagariknewz.com

সাধারণ ধর্মঘটের সমর্থনে বাম কংগ্রেসের যৌথ মিছিল জলপাইগুড়িতে , বনধে বাধা এলে ঝান্ডার ডান্ডা উঁচিয়ে কর্মীদের মোকাবিলায় নামতে বললেন সিপিএমের জেলা সম্পাদক


প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ২৪ নভেম্বর :  বৃহস্পতিবারের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আগে জলপাইগুড়িতে বড় মিছিল করল বাম- কংগ্রেস । মঙ্গলবার দুপুরে মিছিল শেষে জেলা শাসকের কাছে স্মারকলিপি‌ও প্রদান করেন বাম-কংগ্রেস নেতৃত্ব । কেন্দ্রীয় সরকারের কৃষি ও শিল্প নীতির বিরুদ্ধে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন কর্মচারী সংগঠন এই ধর্মঘট ডাকলেও সাধারণ ধর্মঘটের দিন জনজীবন স্বাভাবিক রাখতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে ধর্মঘট পালনে বাধা এলে দলের কর্মীরা কীভাবে আত্মরক্ষা করবে মঙ্গলবারের মিছিল থেকে তার‌ও উপায় বাতলে দিলেন জলপাইগুড়ি জেলা সিপিএমের সম্পাদক সলিল আচার্য । সলিলবাবু বলেন,এই বনধে ঝান্ডা গুলো সাইজে আরও বড় করুন । ঝান্ডার ডান্ডা গুলো একটু মোটা ও পোক্ত করুন । বাধা দিতে এলে কমরেডরা যেন আত্মরক্ষায় ব্যবহার করতে পারেন  

বাম-কংগ্রেস মিলে জনগণের দাবিতে লড়াইয়ে নেমেছে বলে দাবি করেন সলিল আচার্য। ধর্মঘট সফল করতে জনসাধারণের সহযোগিতা চান তিনি । তবে পুলিশ বাধা দিলে ধর্মঘটের দিন লড়াই বাঁধবে, মিছিলে হাঁটতে হাঁটতে  হুঁশিয়ারি দিয়ে বসলেন সিপিএমের জেলা সম্পাদক ।  সলিলবাবুর এই গর্জন নিতান্তই কথার কথা  নাকি  বৃহস্পতিবার  রাজপথে সত্যিই জবরদস্ত  মোকাবিলায় নামে বাম- কংগ্রেস জোটের কর্মী সমর্থকেরা, এখন সেই অপেক্ষায় রাজনৈতিক মহল 



ছবি/ ভিডিও – নিজস্ব 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *