প্রতীকী ছবি
প্রদ্যুৎ দাস,১৪ নভেম্বর:ধর্ষণের অভিযোগে ধৃত এক বিচারাধীন বন্দীকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ভেতরে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল । ভোলা দাস নামে ৩৮ বছরের ওই বন্দীর বাড়ি জলপাইগুড়ি শহরের পবিত্রনগর কলোনি এলাকায় । একটি ধর্ষণের মামলায় গত ৩‘রা নভেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সংশোধনাগারের ভেতরে অন্য এক বন্দীর সঙ্গে মারপিটের সময় গুরুতর আহত হলে ভোলাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । শুক্রবার রাতেই ভোলা দাসের পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় পুলিশ ও সংশোধনাগার কর্তৃপক্ষ । শনিবার দুপুরে মৃত্যুর খবর জানানো হলে ওই বিচারাধীন বন্দীর পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে আসেন। ভোলা দাসের মৃত্যু নিয়ে কর্তৃপক্ষের বয়ানে সন্তুষ্ট নন পরিবারের সদস্যরা। সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন মৃতের পরিজনেরা । এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা ।