শহরে দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা , হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের সহায়তায় হেল্প লাইন চালু করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা - nagariknewz.com

শহরে দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা , হোম আইসোলেশনে থাকা আক্রান্তদের সহায়তায় হেল্প লাইন চালু করতে চলেছে জলপাইগুড়ি পুরসভা


প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ২৭ নভেম্ব : জলপাইগুড়ি পুরসভা এলাকায় করোনার সংক্রমণে লাগাম টানা যাচ্ছে না। রোজ‌ই শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে নতুন নতুন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হচ্ছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহরে আক্রান্তের সংখ্যা চৌদ্দশ ছুঁই ছুঁই । আক্রান্তদের একটা বড় অংশ , বিশেষত যারা উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত হোম আইসোলেশননেই আছেন । এই পরিস্থিতিতে হোম আইসোলেশননে থাকা করোনা রোগীদের খোঁজ খবর ‌নিতে হেল্পলাইন বা ডেইলি অ্যাসিসটেন্স সার্ভিস চালু করতে চলেছে  পুরসভা। শুক্রবার এই খবর জানিয়েছেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। অনেক মৃদু উপসর্গযুক্ত রোগীর‌ই হঠাৎ করে অবস্থার অবনতি ঘটে থাকে । এই ধরণের পরিস্থিতিতে যাতে তাদের দ্রুত কোভিড হাসপাতালে স্থানান্তর করা যায় কিম্বা চিকিৎসকরে পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায় সেই দিকে লক্ষ্য রেখেই বাড়িতে থাকা করোনা রোগীদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা । দুটো মোবাইল নম্বর থেকে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন পুরকর্মীরা । নম্বর দুটি হল 62975 53686 / 81161 82030. আক্রান্তদের বাড়ির লোকেরাও যেকোনও সময় এই দুটো নম্বরে ফোন করে পুরকর্মীদের কাছে সাহায্য চাইতে পারেন। ডিসেম্বরের এক তারিখ থেকেই এই পরিষেবা শুরু হবে বলে জানিয়েছেন সন্দীপবাবু । 

জলপাইগুড়ি পুরসভা

                  ভিডিও 



                     ছবি/ভিডিও – নিজস্ব


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *