প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ২২ নভেম্বর : উৎসব মরশুম শেষ। সামনেই ভোট মরশুম । পুজো মিটতেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আসরে নেমে পড়েছে রাজনৈতিক দল গুলো। রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুরে কর্মী সম্মেলন করল রাজগঞ্জ পূর্ব মন্ডল বিজেপি। পাহাড়পুর মোড়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপির জেলা এসসি এসটি মোর্চার প্রাক্তন সভাপতি হারাধন সরকার সহ অন্যান্যরা। সম্মেলনে নির্বাচনকে সামনে রেখে কর্মীদের এখন থেকেই তৈরি হওয়ার পরামর্শ দেন দলের নেতারা। রাজ্যের তৃণমূল সরকার শিক্ষা , স্বাস্থ্য এবং কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রেই ব্যর্থ বলে অভিযোগ করেন বিজেপি নেতারা ।
নিজস্ব ছবি